
অভিনয় শিল্পী দীঘি ও অমিত হাসানকে নিয়ে এই খবরটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০২০ সালে খবরটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল যা হুবহু কপি করে সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবরের লিংক দিয়ে দাবি করা হচ্ছে, দীঘির প্রেমে মজেছেন অভিনেতা অমিত হাসান। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ২১ জানুয়ারি 'BD News Paper' নামের ফেসবুক পেজে একটি খবরের লিংক পোস্ট করে বলা হয়, 'এবার সেই ছোট্ট দীঘির প্রেমে মজেছেন অমিত হাসান!'। কোন ডেটলাইন ছাড়া হুবহু একই শিরোনামে প্রকাশিত ওই খবরে বলা হয়, গত সপ্তাহ থেকে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত 'তুমি আছো তুমি নেই' শিরোনামের একটি সিনেমার শুটিং শুরু করেন। সিনেমাটিতে অমিত হাসানের বিপরীতে দেখা যাবে নতুন প্রজন্মের দীঘিকে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
এরকম আরেকটি পোস্টের স্ক্রিনশট দেখুন--
খবরটির আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, নায়িকা দীঘি এবং নায়ক অমিত হাসান সংক্রান্ত এ খবরটি পুরোনো। ২০২০ সালে এ খবরটি প্রকাশিত হয়েছিল মূলধারার সংবাদমাধ্যমে। 'দীঘির প্রেমে মজেছেন অমিত হাসান!' এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছিল অনলাইনভিত্তিক গণমাধ্যম জাগোনিউজ২৪। ২০২০ সালের ২৫ নভেম্বর প্রকাশিত খবরটিতে বলা হয়, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত 'তুমি আছো তুমি নেই' শিরোনামের একটি সিনেমায় অমিত হাসানের বিপরীতে দেখা যাবে নতুন প্রজন্মের দীঘিকে। সেখানে দীঘির সঙ্গে রোমান্স করতেও দেখা যাবে অমিতকে। দেখুন--
মূলত জাগোনিউজ২৪ এর এই পুরোনো খবরটি হুবহু কপি করে আলোচ্য পোর্টালটিতে নতুন করে প্রকাশ করা হয়েছে।
তাছাড়া পরবর্তীতে ২০২১ সালের এপ্রিল মাসে দীঘি-অমিত হাসান অভিনীত সেই সিনেমাটি মুক্তিও পায়। দেখুন--
খবরটি পড়ুন এখানে।
অর্থাৎ ২০২০ সালের সিনেমায় দীঘি এবং অমিত হাসানের অভিনয়ের পুরোনো খবর হুবহু কপি করে নতুন করে কোন ডেটলাইন ছাড়াই প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
Claim : এবার সেই ছোট্ট দীঘির প্রেমে মজেছেন অমিত হাসান!
Claimed By : Facebook Posts
Fact Check : Misleading
Next Story