
না, সালমান ও শাহরুখ খান সম্প্রতি ধর্মীয় বিতর্কের বিষয়ে কিছু বলেননি
বুম বাংলাদেশ দেখেছে, বলিউডের এই দুই তারকা ভারতে চলমান ধর্মীয় বিতর্ক নিয়ে কিছু বলেননি বরং তাদের নিরবতা নিয়ে সমালোচনা হয়েছে।

সামাজিম মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে সম্প্রতি মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে এক হলেন সালমান খান ও শাহরুখ খান। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৩ জুন 'ABID The Bot Gamer' নামের একটি পেজ থেকে একটি ভিডি ও শেয়ার করে লেখা হয়, 'এইমাত্র ভারতের মহানবী (সা) কে অবমাননা নিয়ে 😱এক হলেন সালমান খান ও শাহরুখ খান !! কঠিন বিপদে মোদি !!' উক্ত ভিডিওতে দেখা যায় বলিউড তারকা শাহরুখ খান ও সালামান খানের বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে এবং আবহে কেউ একজন বাংলায় কণ্ঠ দিয়ে টিভি সংবাদ রিপোর্টের আদলে ভিডিওটি তৈরি করেছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপূর শর্মা এবং নবীন কুমার জিন্দালের ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চলা প্রতিবাদের ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বলিউডের শাহরুখ খান ও সালমান খান।
কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক ধর্মীয় বিতর্কের বিষয়ে এই দুই তারকার সম্প্রতি করা কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
আরো সার্চ করে গত ১১ জুন ভারতীয় সংবাদপত্র The Indian Express-এ প্রকাশিত 'Naseeruddin Shah on the three Khans' silence on political matters: 'Don't know how they explain it to their own conscience'' শিরোনামের একটি প্রতিবেদনে আরেক বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহকে তিন খানের নীরবতা অবলম্বনের সমালোচনা করতে দেখা গেছে। উল্লেখ্য শাহরুখ খান, সালমান খান ও আমির খান বলিউডে তিন খান নামে পরিচিত। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি দেখুন এখানে
বলিউডের আরেক অভিনেতা কামাল রশিদ খানও তার ভেরিফায়েড টুইটার একাউন্টে এক পোস্টে গত ১২ জুন তিন খানের সাম্প্রতিক ঘটনায় নীরবতার সমালোচনা করেছেন। টুইটার পোস্টটি দেখুন--
এছাড়াও, The Daily Star এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রকাশিত প্রতিবেদনেও সাম্প্রতিক ধর্মীয় বিতর্কে তিন খান কোন মন্তব্য না করায় অভিনেতা নাসিরুদ্দিন শাহের সমালোচনামূলক বক্তব্য প্রচারিত হতে দেখা গেছে।
অর্থাৎ বিজেপির নুপূর শর্মা এবং নবীন কুমার জিন্দালের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বলিউড তারকা শাহরুখ খান ও সালমান খান কোন মন্তব্য করেননি। বরং শাহরুখ খান ও সালমান খানের বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্র যুক্ত করে আবহে কণ্ঠ দিয়ে ভাইরাল পোস্টের ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং ভারতে সাম্প্রতিক ধর্মীয় বিতর্কের মাঝে বলিউড অভিনেতা শাহরুখ খান ও সালমান খানের নামে বানোয়াট বক্তব্য দিয়ে প্রতিবেদন আকারে প্রকাশ করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।
Claim : এইমাত্র ভারতের মহানবী (সা) কে অবমাননা নিয়ে 😱এক হলেন সালমান খান ও শাহরুখ খান !
Claimed By : Facebook post
Fact Check : False
Next Story