রোজা, নামাজ নিয়ে বিএনপি নেতার বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, রোজা, নামাজ নিয়ে জামায়াত ইসলামীর বরাতে দেওয়া বিএনপি নেতার আংশিক বক্তব্য প্রচারিত হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপির উপদেষ্টা বলেছেন, রোজা, নামাজ, হজ্ব, যাকাত কিছু লাগবে না। ধানের শীষে ভোট দিলে বেহেশতে চলে যাবেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৭ জানুয়ারি 'গাজী সালাউদ্দীন আইয়ুবী' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "রোজা,নামাজ,হজ্ব,যাকাত কিছু লাগবো না।ধানের শীষে ভোট দিলে বেহেশতে চলে যাবেন। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ইব্লিশ মিয়ার বেহেশতে যাওয়ার কনফিডেন্স লেভেল দেখেন।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মূলত, কুমিল্লার নাঙ্গলকোটের এক বিএনপি নেতার রোজা, নামাজ, হজ্জ্ব, যাকাতের উল্লেখ করে ধর্মীয় ব্যাপারে জামায়াতে ইসলামীর অবস্থানের ব্যাপারে কথা বলার একটি ভিডিওকে কেটে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ১৭ জানুয়ারি ‘News24 Nangalkot’ নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "নাঙ্গলকোটে জামাতের নেতাকর্মীরা বিএনপির এক নেতার ভিডিও কাটসিট করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। বর্তমানে ফুল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে"। পরবর্তীতে, ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে ওই বিএনপি নেতা তার বক্তব্যে বলেন, "তাদের বড় এক নেতা বক্তব্য রাখছে কী? রোজা, নামাজ, হজ্জ্ব, যাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলেই বেহেশতে যাইতে পারবেন। আরে, (সংশোধন করে) দাঁড়িপাল্লায় ভোট দিলেই বেহেশতে যাইতে পারবেন। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই কথাটা যারা বলে, তারাও জাহান্নামী, আর যারা বিশ্বাস করে তারাও জাহান্নামী।" ফেসবুক ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে 'johir_patwary' নামে একটি ইন্সটাগ্রাম একাউন্ট থেকে গত ১৯ জানুয়ারি পোস্ট করা ভিন্ন দিক থেকে ধারণ করা একই ভিডিও পোস্ট করতে দেখা যায়। ইন্সটাগ্রাম পোস্টটিতে বলা হয়, "এই লন আসল ভিডিও। জাশির এক এমপি প্রার্থী যে বক্তব্য দিয়েছিল এই মুরুব্বী সেই বক্তব্য বিবৃত করেই বক্তব্য দিচ্ছিলেন। জাস্ট ধানের শীষ করেন বলে দাঁড়িপাল্লার জায়গায় প্রথমে ধানের শীষ বলে ফেলেছিলেন এবং পরক্ষণেই তা ঠিক করে নেন। কিন্তু শয়তান তো তার সুযোগ হেলায় হারাবে না। শয়তান তাই প্রয়োজনীয় অংশ কেটে অনলাইনে প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়লো।"। ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে 'Tazu Miazi' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে "রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির নির্বাচনী অফিস শান্তির বাজার উদ্বোধন।" একটি লাইভ ভিডিওতে আলোচ্য ভিডিওর ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায়। উপস্থাপক ওই ব্যক্তির নাম মিয়া মোহাম্মদ ইদ্রিস বলে উল্লেখ করেন। মঞ্চের পিছনে টাঙানো ব্যানারে ওই ব্যক্তি নাঙ্গলকোট উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা বলে লেখা থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওর ব্যক্তি বিএনপির ব্যাপারে নয় বরং জামায়াতে ইসলামীর অবস্থানের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে আলোচ্য বক্তব্য দেন।
সুতরাং বিএনপি নেতার রোজা, নামাজ নিয়ে দেওয়া বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




