
না, তুরস্কের প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেননি
বুম বাংলাদেশ, সংবাদমাধ্যম ও তুরস্কের দাপ্তরিক ওয়েবসাইট কোথাও প্রেসিডেন্ট এরদোগানের এমন কোন বক্তব্য খুঁজে পায়নি।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একটি উক্তি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ভারতের কর্ণাটকে কলেজে 'আল্লাহ আকবর' স্লোগান দেয়া ছাত্রী মুসকান খানের ক্ষতি হলে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুমকি দিয়েছে তুরস্ক। ভিডিওতে পুলিশ কর্তৃক এক তরুণীকে সম্মাননা প্রদান করতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১১ ফেব্রুয়ারি 'Desh Bangla24.tv' নামের একটি ফেসবুক পেজ থেকে এরদোগানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "আলহামদুলিল্লাহ! ধন্যবাদ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কে🔥 তিনি বলেছেন___ আল্লাহু আকবার স্লোগান দেওয়া, সেই মেয়েটার যদি কোন ধরনের কোন ক্ষতি করার চেষ্টা করে ভারতের হিন্দুরা, তবে পুরো ভারতবর্ষের উপর যুদ্ধ ঘোষণা করবে,,,,,,,,,,,,তুরস্ক🔥।" স্ক্রিনশট দেখুন--
পোস্টটি দেখুন এখানে
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি ভিত্তিহীন। একাধিক সূত্র ধরে অনুসন্ধান করার পরও এ ধরনের কোন বক্তব্য বা ঘোষণা খুঁজে পাওয়া যায়নি।
প্রথমত
ভাইরাল ফেসবুক পোস্টটি সূত্রহীন। অর্থাৎ দাবির পক্ষে কোন তথ্যসূত্র উল্লেখ নেই। ফলে ধারনা করা যায়না এমন মন্তব্য এরদোগান কোথায় করেছেন। পাশাপাশি, কোনও দেশের রাষ্ট্রপ্রধান অপর কোন দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বা স্থানীয় সংবাদমাধ্যম খবর হয়ে থাকে। কিন্তু এরদোগানের বলে দাবিকৃত বক্তব্যটি কোন সূত্রেই খুঁজে পাওয়া যায়নি।
দ্বিতীয়ত
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স সহ বিশ্বের অবিভিন্ন গণমাধ্যমে প্রেসিদেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং তার স্ত্রীর কোভিড পজিটিভ হওয়ার খবর ছাপা হয় গত ৫ ফেব্রুয়ারি। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে এরদোগানকে নিয়ে সম্প্রতি কোন উল্লেখযোগ্য খবর খুঁজে পাওয়া যায়নি।
খবরটি পড়ুন এখানে
পাশাপাশি প্রেসিডেন্ট এরদোগানের ভেরিফাইড টুইটার একাউন্টে বা তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালযয়ের ওয়েবসাইটেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত এমন কোন মন্তব্য পাওয়া যায়নি।
সুতরাং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুমকির খবরটি সম্পূর্ন ভিত্তিহীন।
Claim : আল্লাহু আকবার স্লোগান দেওয়া, সেই মেয়েটার যদি কোন ধরনের কোন ক্ষতি করার চেষ্টা করে ভারতের হিন্দুরা, তবে পুরো ভারতবর্ষের উপর যুদ্ধ ঘোষণা করবে, তুরস্ক
Claimed By : Facebook post
Fact Check : False
Next Story