পরীমনিকে 'ধর্ষণের গোপন ভিডিও' বলে প্রচারিত দাবিটি ভুয়া
বুম বাংলাদেশ যাচাই করেছে, এটি মূলত বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির সংবাদ সম্মেলনের ভিডিও।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণের ভিডিও। দেখুন এখানে এবং এখানে। ।
গত ১৪ জুন 'অ নু ভূ তি' নামের একটি ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও শেয়ার করে এতে দাবি করা হয়েছে, "পরিমনির ধর্ষনের গোপন ভিডিও ভাইরাল"। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির পোস্টে করা দাবিটি বিভ্রান্তিকর। পোস্টে 'ধর্ষণের ভিডিও' বলে দাবি করা হলেও ভিডিওটিতে এরকম কিছুই পাওয়া যায়নি। মূলত, সম্প্রতি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে আয়োজিত অভিনেত্রী পরীমনির সাংবাদিক সম্মেলনের একটি ভিডিওকে তার 'ধর্ষণের গোপন ভিডিও' বলে দাবি করা হচ্ছে।
সার্চ করে দেশের প্রায় সব জাতীয় গণমাধ্যমে পরীমনির ডাকা সেই সাংবাদিক সম্মেলনের ভিডিও পাওয়া গেছে। তন্মধ্যে টিভি চ্যানেল 'Rtv । আরটিভি' এর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক চ্যানেলে এই ভিডিওটি গত ১৩ জুন লাইভ করা হয়। দেখুন সেই ভিডিওটি--
একইভাবে পরদিন ১৪ জুন একই ভিডিও'র আরেকটি দীর্ঘ ভার্সন পাওয়া গেছে যেখানে পরীমনিকে সাংবাদিকদের সাথে কথা বলতে দেখা যাচ্ছে। দেখুন--
অর্থাৎ এই ভিডিওটিকেই উক্ত ফেসবুক পেইজে অভিনেত্রী পরীমনির ধর্ষিত হওয়ার গোপন ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে।
অতএব, ফেসবুক পেইজে আপলোড করা ভিডিওটি কোনো ধর্ষণের ভিডিও নয়। এটি প্রকৃতপক্ষে পরীমনির একটি সাংবাদিক সম্মেলন থেকে নেয়া। বিভ্রান্তিকরভাবে পাঠককে আকৃষ্ট করতেই এমন চকটদার শিরোনাম বা বর্ণনা দেয়া হয়েছে।