
৫০ টাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রির খবরটি বিভ্রান্তিকর
৫০ টাকা মূল্যের অনুপাতেও গরুর মাংস বিক্রির খবরকে সামাজিক মাধ্যমে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে ছড়ানো হচ্ছে।

ফেসবুকে একাধিক পেইজের মাধ্যমে একটি খবর ছড়ানো হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ঢাকায়। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে, এখানে এবং এখানে।
STV Online নামের পেইজে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, ৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি।
খবরটিতে আরো বলা হয়, মিরপুর-১২ নম্বরের ই-ব্লকের ৩৩ নম্বর সড়কের পশ্চিম দিকে বিহারি পট্টিতে ছোট একটি মাংসের দোকানে ৫০ টাকায় গরুর মাংস বিক্রি করছেন। দেখুন পোস্টটির একটি স্ক্রিনশট-
পোস্টটি দেখুন এই লিঙ্কে
উক্ত খবরটি আর্কাইভ ভার্সন পড়ুন এখানে।
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটির শিরোনামটি বিভ্রান্তিকর।
উক্ত খবরটি একাধিক দেশী সংবাদ মাধ্যমে বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে। '৫০ টাকারও গরুর মাংস বিক্রি হয়!' শিরোনামের একটি খবরে দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে, "দোকানটিতে কোনো ক্রেতা গেলেই যেকোনো পরিমাণের মাংস কিনতে পারেন। তারা ৫০ টাকারও গরুর মাংস বিক্রি করেন।" অর্থাৎ মিরপুরের সেই দোকান থেকে খুচরা হিসেবে যেকোনো পরিমানের মাংস কেনা যায়, সেটি ৫০ টাকার সমপরিমান মাংস হলেও। কিন্তু ৫০ টাকা প্রতি কেজি গরুর মাংস বিক্রি করার কোনো তথ্য সেখানে নেই। যুগান্তরের প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৭০ টাকায়। তাছাড়া সময় টিভির অনলাইনেও "ঢাকায় ৫০ টাকায় গরুর মাংস!" শিরোনামে একটি প্রতিবেদন করা হয়েছে সেখানেও এরকম কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ ৫০ টাকায় মাংস বিক্রি করার প্রতিবেদনের শিরোনামটি বিভ্রান্তিকর।
Claim : ৫০ টাকা কেজি গরুর মাংস বিক্রি
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story