আজকের পত্রিকার ফটোকার্ড ফরম্যাট সম্পাদনা করে বিভ্রান্তিকর প্রচারণা
বুম বাংলাদেশ দেখেছে, আজকের পত্রিকার ফটোকার্ড ফরম্যাট সম্পাদনা করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, দৈনিক আজকের পত্রিকা "হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোল” শীর্ষক মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার- এমন একটি ফটোকার্ড প্রচার করেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ০৪ নভেম্বর 'Md Amran Hossen' নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচ্য ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, “জামায়াতের নতুন ইসলামিক স্লোগান🤣🙆♂️ হরে কৃষ্ণ হরিবোল, দাড়িপাল্লা টেনে তোল🤣।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি বিভ্রান্তিকর। দৈনিক আজকের পত্রিকার একটি ফটোকার্ড ফরম্যাটে উক্ত মন্তব্যটি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ডে উল্লিখিত তারিখ অনুযায়ী (০১ নভেম্বর) দৈনিক আজকের পত্রিকা'র ফেসবুক পেজে খুঁজে করে আলোচ্য শিরোনামের সংবাদের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এমনকি দাবিকৃত মন্তব্যটি সার্চ করে আজকের পত্রিকা সহ কোনো গণমাধ্যমেও মিয়া গোলাম পরওয়ার এরকম মন্তব্য করেছেন বলে কোনো তথ্য পাওয়া যায়নি।
গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত অন্যান্য একই ফরম্যাটের ফটোকার্ডের সাথে প্রচারিত ফটোকার্ডটির কয়েকটি অসঙ্গতি পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
এখানে ফন্টে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, এছাড়াও মূল ফটোকার্ডে কারো মন্তব্যের ক্ষেত্রে কোলনের ব্যবহার করা হলেও প্রচারিত ফটোকার্ডে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই ফরম্যাটের ক্ষেত্রে আজকের পত্রিকা তাদের ফটোকার্ডের উপরের ডান কোণে নিজেদের লোগো ব্যবহার করে কিন্তু প্রচারিত ফটোকার্ডে সেটি ব্যবহার করা হয়নি।
পরবর্তীতে সার্চ করে দৈনিক আজকের পত্রিকার অনলাইন সংস্করণে গত ০৩ নভেম্বর "আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া" শিরোনামে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি পাওয়া যায়। এতে আলোচ্য প্রচারিত ফটোকার্ডটিকে ফেইক (তাদের তৈরি করা নয়) বলে উল্লেখ করা হয়েছে। দেখুন --
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক আজকের পত্রিকার ফটোকার্ড ফরম্যাটকে বিকৃত করে বানোয়াট মন্তব্য যুক্ত করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।




