ভারতীয় নৌবাহিনীর হামলার বলে গণমাধ্যমে গেমের ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, এটি মূলত আর্মা-৩ নামের একটি ভিডিও গেমের পুরোনো দৃশ্য, যা পাকিস্তানে ভারতের হামলার দৃশ্য বলে প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের ফেসবুক পেজ সহ বিভিন্ন সাধারণ পেজে একটি ভিডিও (প্রতিবেদন) প্রচার করা হয়েছে। ভিডিওর বিষয়ে বলা হয়েছে, এটি পাকিস্তানের একটি সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ভারতীয় একটি বাহিনীর মিসাইল ছোড়ার ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে (চ্যানেল 24), এখানে ও এখানে।
গত ০৯ই মে বেসরকারি সম্প্রচার মাধ্যম ‘চ্যানেল ২৪’-এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভিডিও প্রতিবেদনটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “করাচির পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়লো ভারতীয় নৌবাহিনী…”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এটি মূলত একটি ভিডিও গেমের দৃশ্য। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আর্মা-৩ নামের একটি ভিডিও গেমের পুরোনো দৃশ্যকে পাকিস্তানে ভারতের হামলার দৃশ্য বলে প্রচার করা হয়েছে।
ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ইউটিউবে ‘Compared Comparison’ নামক একটি চ্যানেলে ২০২২ সালের ১৯ ফেব্রয়ারি ‘Massive Artillery fire at Night – MLRS – Barrage – Military Simulation – ArmA 3’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ইউটিউবের ভিডিওটি এবং পাকিস্তানে ভারতীয় বাহিনীর হামলার দাবিতে প্রচারিত ভিডিওটির মধ্যে হুবহু মিল পাওয়া যায়। ইউটিউবের ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
ভিডিওটির বর্ণনা অংশে উল্লেখ করা হয়, এটি Arma 3 (ভিডিও গেম) -এর মাধ্যমে তৈরি একটি সিমুলেশন ভিডিও! চ্যানেলটিতে সিমুলেশন ভিডিওগুলি তৈরি করে প্রচার করা হয় কারণ এর দর্শকরা এই জাতীয় ভিডিও পছন্দ করে! Arma-এর গ্রাফিক্স খুবই ভালো, এটি প্রায় বাস্তব জীবনের মতোই দেখতে। বাস্তব যুদ্ধের চেয়ে বরং আরো বাস্তব লাগে! চ্যানেল কর্তৃপক্ষ যুদ্ধকে মহিমান্বিত হিসেবে উপস্থাপন করতে চাইনা...। অস্ত্র ব্যবস্থা অবশ্যই বাস্তব জীবনে ভিন্নভাবে ব্যবহৃত হয়..... (অনূদিত ও সংক্ষেপিত)।
চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটির (বামে) সাথে ইউটিউবে পাওয়া গেমের মূল ভিডিওটির (ডানে) পাশাপাশি তুলনামূলক মিল দেখুন--
অর্থাৎ এটি মূলত একটি ভিডিও গেমের দৃশ্য।
সুতরাং গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভিডিও গেমের দৃশ্যকে পাকিস্তানে ভারতের হামলার দৃশ্য বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।