BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • গণমাধ্যমে এক অভিনেত্রীর সংবাদে আরেক...
ফেক নিউজ

গণমাধ্যমে এক অভিনেত্রীর সংবাদে আরেক অভিনেত্রীর ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি প্রতারণার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত জেবা চৌধুরীর নয় বরং এটি আরেক অভিনেত্রী জেবা জান্নাতের ছবি।

By - Tausif Akbar |
Published -  31 Aug 2023 6:40 PM IST
  • গণমাধ্যমে এক অভিনেত্রীর সংবাদে আরেক অভিনেত্রীর ছবি প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি, গ্রুপ ও বিভিন্ন গণমাধ্যমের পেজে একটি সংবাদের লিংক অথবা ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, প্রতারণার মামলায় অভিনেত্রী জেবা চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খবরের কভার ইমেজ ও খবরের ভিতরে এক অভিনেত্রীর ছবি সহ খবরটি প্রকাশ করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৩০ আগস্ট 'Daily Muktakhabar' নামক একটি পেজ থেকে "অভিনেত্রী জেবার তিন বছর কারাদণ্ড" শিরোনামের একটি খবরের একটি লিংক পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    সংবাদটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের খবরের সাথে যুক্ত ছবিটি প্রতারণার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত অভিনেত্রী জেবা চৌধুরীর নয়, বরং এটি আরেক অভিনেত্রী জেবা জান্নাতের ছবি।

    কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে অভিনেত্রী জেবা জান্নাত এর ফেসবুক প্রোফাইলে গত ৩০ আগস্ট “These all are fake news..I don’t know why they are using my pictures. I’m not zeba cawdhury..” ক্যাপশনের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি বেশ কয়েকটি গণমাধ্যমে ভুলক্রমে জেবা চৌধুরীর স্থলে তাঁর ছবি প্রকাশ করায় সেসব গণমাধ্যমের খবরের স্ক্রিনশট নিয়ে এসবকে ভুয়া খবর উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন এবং মামলা করার হুশিয়ারি দেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--




    এদিকে, জেবা জান্নাতের উক্ত ফেসবুক পোস্টের সূত্র ধরে ঢাকাটাইমস-এ "গণমাধ্যমে ভুল ছবি: মামলার হুঁশিয়ারি দিলেন জেবা জান্নাত" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনেও জেবা জান্নাতের বক্তব্য নিয়ে একই তথ্য দেয়া হয়। অর্থাৎ জেবা চৌধুরীর সংবাদে অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করা হয়েছে।

    এমনকি জেবা জান্নাত এর ছবি দিয়ে অভিনেত্রী জেবা চৌধুরীর প্রতারণার মামলায় কারাদণ্ডের খবর প্রচার করেছে দৈনিক সমকাল, ডেইলি বাংলাদেশ, ভোরের ডাক, ঢাকা পোস্ট, ডেইলি মানবকন্ঠ, রিদ্মিক নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যম।

    আর্কাইভ পাওয়া যায়নি তবে গুগল ও ক্রাউডট্যাঙ্গেল সার্চের ফলাফল থেকে দেখা গেছে জেবা জান্নাতের ছবি দিয়ে সংবাদ প্রকাশ করেছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, চ্যানেল২৪ এবং আজকের পত্রিকাও। সার্চের স্ক্রিনশটের কোলাজ দেখুন--



    পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও থেকে দেখা যায় জেবা চৌধুরীর কারাদণ্ডের খবর অভিনেত্রী জেবা জান্নাতের ছবি দিয়ে প্রকাশ করেছিল সময় টেলিভিশন, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ও দৈনিক করতোয়া। ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটের কোলাজ দেখুন--


    জেবা চৌধুরী কে?

    কি-ওয়ার্ড সার্চ করে অভিনেত্রী জেবা চৌধুরী জয়া এর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২ নির্বাচনের ভোটার কার্ডের ছবি সংবলিত বার্তা২৪ এ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে তার পুরো নাম উল্লেখ করা হয় 'বেগম জেবা চৌধুরী জয়া'। এছাড়াও, দৈনিক আমাদের সময় এর অনলাইন সংস্করণেও জেবা চৌধুরী জয়া এর একই ধরণের ছবি সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন দুটিতে প্রাপ্ত ছবির কোলাজ দেখুন--


    অর্থাৎ অভিনেত্রী জেবা চৌধুরীর এক প্রতারণার মামলায় কারাদণ্ড হওয়ার খবরের সাথে আরেক অভিনেত্রী জেবা জান্নাতের ছবি প্রচার করা হচ্ছে মূলধারার গণমাধ্যমে।

    সুতরাং অভিনেত্রী জেবা চৌধুরীর কারাদণ্ড হওয়ার খবরের সাথে অভিনেত্রী জেবা জান্নাতের ছবি ব্যবহার করে তা প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

    Tags

    misleading news
    Read Full Article
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!