মাবরুর রশিদ বান্নাহ'র বক্তব্য সম্পাদনা করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি একটি বক্তব্যের অংশ কেটে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়েছে; পরিচালক মাবরুর রশিদ বান্নাহ জিয়াউর রহমান কে খালেদা জিয়ার সন্তান বলেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৮ আগস্ট ‘ঐক্যবদ্ধ ছাত্রলীগ’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়; জিয়াউর রহমান কে খালেদা জিয়ার সন্তান বানাই ফেলছে বান্নাহ ............। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। গত ১২ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাবরুর রশিদ বান্নাহ'র তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া "আপনাকে দেখাতেই হবে যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান” বক্তব্যের ভিডিও সম্পাদনা করে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান” শীর্ষক ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম ‘ডিবিসি নিউজ’-এর ভেরিফাইড ফেসবুক পেজে গত ১২ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। প্রাপ্ত ভিডিওটি আলোচ্য প্রচারিত ভিডিওটির সাথে হুবহু মিলে যায়।
‘ডিবিসি নিউজ’-এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রাপ্ত ভিডিওর শুরুতেই মাবরুর রশিদ বান্নাহ'কে বলতে শোনা যায়, “আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে, আপনাকে জিততেই হবে, আপনাকে দেখাতেই হবে যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান”।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেছেন। আলোচ্য ভিডিওটির স্থিরচিত্রের (বামে) সাথে ডিবিসি'র ফেসবুকে প্রকাশিত ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি মিল দেখুন--
পাশাপাশি, গত ১২ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত একটি লাইভ ভিডিওতে একই দৃশ্য পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে- যুব সমাজের প্রত্যাশা ও বিএনপি’র পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার সরাসরি সম্প্রচার ভিডিও। অনুষ্ঠানটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে বাংলাদেশ সংবাদ সংস্থার এই সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনও পাওয়া যায়।
অর্থাৎ ফেসবুকে প্রচারিত ভিডিওটি সম্পাদনা করে প্রচার করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে মাবরুর রশিদ বান্নাহ'র একটি বক্তব্যের ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।