ফেক নিউজ
২০১১ সালের ভূমিকম্পের ছবি বিভ্রান্তিকরভাবে প্রচার
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ভূমিকম্পটি আঘাত হানে।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপ টাউন উপকূল সংলগ্ন এলাকায় ৬.১ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। দেশীয় ও আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমই এ খবর প্রকাশ করেছে। এরকম কিছু খবর দেখুন এখানে ও এখানে।
কিন্তু সময় নিউজ তাদের অনলাইনে "ভূমিকম্পে কেঁপে উঠল দ. আফ্রিকা" শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে একটি ধ্বসে যাওয়া রাস্তার দৃশ্য ফিচার ছবি হিসেবে প্রকাশ করেছে। যদিও ছবির নীচে কোন ক্যাপশন নেই; ফলে স্বাভাবিকভাবেই খবরের সাথে সংশ্লিষ্ট ছবি অর্থাৎ দক্ষিণ আফ্রিকার ভূমিকম্পের ছবি হিসেবে পাঠক মনে করছেন। সময় নিউজের ফেসবুকেও ছবিটি সহ পোস্ট করা হয়েছে। বিডি২৪রিপোর্ট নামে আরেকটি পোর্টালও একই ছবি দিয়ে খবর প্রকাশ করেছে যা মূলত সময়নিউজের হুবহু অনুকরনে করা। দেখুন এখানে ও এখানে।
ফ্যাক্ট চেক:
গুগল রিভার্স ইমেজ অনুসন্ধানে দেখা যায়, ছবিটি ২০১১ সালের জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংঘটিত ৯.০ মাত্রার ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামির তান্ডবের ছবি। জাপানের ইতিহাসে এটি ভয়াবহতম ভূমিকম্প যাতে প্রাণ হারান প্রায় ১৬ হাজার মানুষ। এই ছবিটির চিত্রগ্রাহক হিসেবে শাটারস্টকের হিতোশি ইয়ামাদার নাম (Credit: Hitoshi Yamada/SIPA/REX/Shutterstock) উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
সুতরাং পুরনো ভিন্ন ঘটনার ছবি সাম্প্রতিক ঘটনার খবরের সাথে (ক্যাপশনে) কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া প্রকাশ করা পাঠকদের জন্য বিভ্রান্তিকর।
Claim : দক্ষিণে আফ্রিকায় ভূমিকম্পে দীর্ঘ রাস্তা ভেঙে যাওয়ার ছবি
Claimed By : Website, Facebook Posts
Fact Check : Misleading
Next Story