বার্তাবাজারের লোগোসহ শিবির নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের তথ্য ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, বার্তাবাজারে প্রকাশিত ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের সংবাদকে এডিট করে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে অনলাইন পোর্টাল বার্তাবাজারের লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে যেখানে লেখা থাকতে দেখা যায়, শিবির নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এ এখানে।
গত ১০ জানুয়ারি 'দশেরলাঠি - Dosherlathi' নামে একটি ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করতে দেখা যায়। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "শিবিরের নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অনলাইন পোর্টাল বার্তাবাজারের ওয়েবসাইটে প্রকাশিত "ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫" শীর্ষক একটি সংবাদকে এডিট করে শিবির নেতার ঘটনা বলে প্রচার করা হচ্ছে।
আলোচ্য ছবিটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে বার্তা বাজারের ওয়েবসাইটে গত ১০ জানুয়ারি "ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় ছাত্রদলের এক নেতার বাবার পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর এলাকার কাশেম আলীর পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। কাশেম আলীর ছেলে মোবারক হোসেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব। উদ্ধার অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে— পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল ও ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচটি শটগানের কার্তুজ, ৮টি ককটেল, ৩৮৮টি রামদা, সাতটি চাপাতি, একটি বড় ছোরা, ছয়টি ছোট ছোরা, ১৩টি দা, দুটি কুড়াল, ছয়টি হকিস্টিক, ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এবং নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। আটক পাঁচজন হলেন— মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া।" স্ক্রিনশট দেখুন--
আরো কি-ওয়ার্ড সার্চ করে বার্তাবাজারের ফেসবুক পেজে গত ১০জানুয়ারি পোস্ট করা আলোচ্য ফটোকার্ডটির মত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। তবে, ওই ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫"। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অনলাইন পোর্টাল বার্তাবাজারের ওয়েবসাইটে প্রকাশিত "ছাত্রদল নেতার বাবার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ৫" শীর্ষক একটি সংবাদকে এডিট করে "শিবির নেতার" লিখে প্রচার করা হচ্ছে।
সুতরাং অনলাইন পোর্টাল বার্তাবাজারের লোগো যুক্ত করে ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




