পুরোনো ছবি দিয়ে সাকিব আল হাসানের আবারও বাবা হওয়ার তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, নবজাতক কোলে সাকিব ও তার স্ত্রী শিশিরের এই ছবিটি ২০২১ সালে সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা যায়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে হাসপাতালের বিছানায় বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের যৌথভাবে নবজাতক সন্তান কোলে নিয়ে ধারণ করা একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সাকিব আবারও বাবা হয়েছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩ এপ্রিল 'الجهرة' নামে একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ছবি পোস্ট করে লেখা হয়, "সাকিবের ঘরে নতুন চাঁদের আগমন #SakibAllHasan"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ দাবি করা হচ্ছে ছবিটি সাম্প্রতিক এবং সাকিব আল হাসান আবারও বাবা হয়েছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। সন্তান কোলে নিয়ে ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের আলোচ্য ছবিটি সাম্প্রতিক নয় বরং ছবিটি ২০২১ সালে শিশিরের একাধিক সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে পোস্ট করতে দেখা যায়।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে উম্মে আল হাসান শিশিরের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ২০২১ সালের ১৯ জুলাই পোস্ট করা আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে বলা হয়, "Throwback to 15th march 2021* The precious moments we keep in our heart forever Masha Allah Alhamdulillah our baby boy❤️🥰 #eyzahbaby"। অর্থাৎ ২০২১ সালের ১৫ মার্চ সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশিরের পুত্রসন্তানের জন্ম হয়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, শিশিরের ভেরিফায়েড ইন্সটাগ্রাম একাউন্ট shishir_75 -এও একই ক্যাপশনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের ১৯ জুলাই পোস্ট করা ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--
উল্লেখ্য ২০২১ সালের ১৫ মার্চ সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের পুত্রসন্তানের জন্ম হওয়ার খবরটি গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায় এবং আলোচ্য ছবিটি সে সময়ে ধারণ করা। এরআগে তাদের দুটি কন্যা সন্তানের জন্ম হয়।
এদিকে, সাকিব আল হাসান সম্প্রতি আবারো বাবা হয়েছেন কিনা কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে কোনো খবর পাওয়া যায়নি কিংবা নির্ভরযোগ্য সুত্র থেকে জানা যায়নি। নতুন করে সন্তান (চতুর্থ সন্তান) লাভ করেছেন কিনা সাকিব আল হাসান ও উম্মে আল হাসান শিশিরের কাছে একাধিক মাধ্যমে তা জানতে চেয়েছে বুম বাংলাদেশ। তাদের পক্ষ থেকে রিপ্লাই পেলে প্রতিবেদনটি আপডেট করে দেয়া হবে। তবে সাকিব চতুর্থবারের মত বাবা হয়েছেন কিনা তা নিশ্চিত হতে না পারলেও এটা নিশ্চিত যে, আলোচ্য ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০২১ সালে পুত্র সন্তানের বাবা হওয়ার ছবি।
অর্থাৎ নবজাতক কোলে ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের আলোচ্য ছবিটি সাম্প্রতিক নয়।
সুতরাং ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা হওয়ার পুরোনো ছবিকে নতুন করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।