শুটিংয়ের দৃশ্যকে পুলিশ কর্তৃক দম্পতি খুন বলে বিভ্রান্তিকর প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি প্রকৃত কোন ঘটনার নয় বরং এটি ভারতের একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভারতীয় পুলিশ প্রকাশ্য দিবালোকে স্বামী-স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। ভিডিওতে দেখা যায়, একটি শপিং মলের সামনে যুবক-যুবতীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বন্দুক দিয়ে যুবককে গুলি করে, পুলিশের ইউনিফর্ম পরা একজন। যুবক আহত হয়ে মাটিতে পড়ে গেলে পাশে থাকা নারীকেও গুলি করা হয়। কয়েক সেকেন্ডের এই ভিডিওকেই রিপিট মোডে লম্বা ভিডিও বানানো হয়েছে বলে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
২৭ অক্টোবর "The Ajaira ltd" নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "ইন্ডিয়াতে সাম্বী স্ত্রীকে পুলিশ গুলি করে মেরে ফেলার ভিডিও ভাইরাল"। স্ক্রিনশট দেখুন--
সার্চ করার পর, বিগত সময়েও ভিডিওটি একই দাবিতে ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে। "Nazmul Hasan" নামের একটি ফেসবুক আইডি থেকে গত ১৬ এপ্রিল একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়,যা লক্ষাধিক বার দেখা হয়েছে।
ফ্যাক্ট চেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর বর্ণনায় করা দাবিটি ভিত্তিহীন। মূলত ভারতের একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্যকে সত্যি দাবি করে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে।
সার্চ করার পর দেখা যায়, ভিডিওটি ভারতের সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ভারতের উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এন্টি-টেরোরিজম স্কোয়াড, রাহুল শ্রীবাস্তাভ টুইট করে ভিডিওর সাথে করা দাবিটি ভিত্তিহীন বলে জানান। টুইটটি দেখুন--
পাশাপাশি, ভিডিওটি বিভ্রান্তিকর দাবিতে ছড়াতে থাকলে উত্তর প্রদেশ পুলিশের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও ভিডিওটি একটি ওয়েব সিরিজের বলে জানিয়ে টুইট করা হয়।
ভারতের করনাল শহরের পুলিশ সুপার গঙ্গা রাম পুনিয়া- সাংবাদিকদের ভিডিওটির সাথে করা দাবিটি "একেবারেই মিথ্যা" বলে জানান।
স্বাধীন তথ্য যাচাইকারী সংস্থা বুমলাইভ স্থানীয় সাংবাদিকদের সহয়তায় ভিডিওতে দেখতে পাওয়া (পুলিশ চরিত্রে) বিনয় কোহাড়ের সাথে কথা বলেও নিশ্চিত হয়েছে, ভিডিওটি একটি ওয়েব সিরিজের শ্যুটিং-দৃশ্য, কোনো দম্পত্তি হত্যার নয়।
সুতরাং ভারতীয় ওয়েব সিরিজ শুটিংয়ের একটি দৃশ্যকে স্বামী-স্ত্রীকে হত্যা দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।
তথ্যটি আগে বুমলাইভ ডটইন যাচাই করেছে।