পাকিস্তানে সালমান খানের নিষেধাজ্ঞার বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, একটি সম্পাদিত বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে এই ভুয়া খবরটি প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমের পেজে 'পাকিস্তানে সালমান খানকে সন্ত্রাসী তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে' শীর্ষক একটি সংবাদের লিংক কিংবা ফটোকার্ড পোস্ট করা হয়েছে। সংবাদটি নিজেদের ফেসবুকে প্রচার করেছে যমুনা টেলিভিশন, বার্তা বাজার, সময় টেলিভিশন, প্রতিদিনের কাগজ, দৈনিক রূপালী বাংলাদেশ ও জাগোনিউজ ২৪ সহ কিছু গণমাধ্যম।
গত ২৭ অক্টোবর বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘সময় টেলিভিশন’ -এর একটি ফেসবুক পেজে থেকে এই সংক্রান্ত একটি সংবাদের লিংক পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “বলিউড মেগাস্টার সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানিরা। বেলুচিস্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পাকিস্তানের কালো তালিকাভুক্ত হয়েছেন ভারতীয় এ অভিনেতা।” পোস্টটির স্ক্রিনশট দেখুন —
নিজেদের ফেসবুকে প্রচারিত পোস্টগুলোর আর্কাইভ দেখুন -- যমুনা টেলিভিশন, বার্তা বাজার, প্রতিদিনের কাগজ, দৈনিক রূপালী বাংলাদেশ, সময় টেলিভিশন, জাগোনিউজ ২৪। এছাড়াও অনলাইনে সংবাদটি প্রচার করেছে কালের কণ্ঠ, যায়যায়দিন, রাইজিংবিডি সহ কয়েকটি গণমাধ্যম।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সম্পাদিত একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে আলোচ্য সংবাদটি প্রচার করা হয়েছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দাবিটিকে মিথ্যা বলে জানানো হয়েছে।
সময় টেলিভিশনের ওয়েবসাইটে খবরটা পড়ে দেখা যায়, সংবাদটি তারা ভারতীয় সংবাদমাধ্যম 'টিভি৯' থেকে নিয়েছে। সার্চ করে টিভি৯ এর বাংলা সংস্করণে এই বিষয়ের একটি প্রতিবেদন পাওয়া যায়। টিভি৯ এর প্রতিবেদনে সংবাদটিতে কোনো গ্রহণযোগ্য সূত্র বা প্রমাণ উল্লেখ করা হয়নি।
যদিও প্রতিবেদনটি অন্তত একবার আপডেট করা হয়েছে এবং খবরটি তারা সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, প্রতিবেদনের শেষে "নাসিম আজমি নামে এক ব্যক্তি, যিনি নিজেকে পাক নাগরিক বলে দাবি করেছেন, তিনি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন। সেই ভিডিয়োতেই সলমনকে জঙ্গি বলে ঘোষণা করার খবর জানানো হয়। তবে পাক সরকারের পক্ষ থেকে এই খবরকে নিশ্চিত করা হয়নি। সালমানের তরফ থেকেও কোনও রকম মন্তব্য পাওয়া যায়নি" উল্লেখ করা হয়েছে।
খবরটির মূল সূত্র খোঁজার জন্য সার্চ করে বিভিন্ন মাধ্যমে একটি বিজ্ঞপ্তির ছবি পাওয়া গেছে। সামাজিক মাধ্যম ফেসবুক ও এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটারে) বিজ্ঞপ্তিটি পাওয়া যায়। দেখুন --
সময় টেলিভিশনের প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমের বরাতে উল্লেখ করা হয়েছে - "সৌদি আরবের রিয়াদে এক ফিল্ম অনুষ্ঠানে ভারতীয় সিনেমার উন্নতি নিয়ে কথা বলেন সালমান। এরপরই বেলুচিস্তানকে ভিন্ন দেশ বলে মন্তব্য করে বিতর্কে জড়ান।"
এই তথ্য অনুযায়ী সার্চ করে দেখা যায়- সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরামের দ্বিতীয় দিনে সালমান, আমির ও শাহরুখ খানকে নিয়ে প্যানেল আলোচনার উক্ত অনুষ্ঠানটি (যে সময়ে মন্তব্যটি করা হয়) সরাসরি সম্প্রচার হয় গত ১৭ অক্টোবর।
অনুষ্ঠানটি সৌদি অন ডিমান্ডের ইউটিউব চ্যানেলে ১৭ অক্টোবর সরাসরি সম্প্রচারিত হয়, যা রাষ্ট্রায়ত্ত সৌদি ব্রডকাস্টিং অথরিটি'র (SBA) ইংরেজি ভাষার মিডিয়া ব্র্যান্ড। লাইভ ভিডিওতে সালমান খানের বেলুচিস্তান সম্পর্কিত মন্তব্যটি শোনা যাবে ৩:৫০:১০ টাইমস্ট্যাম্পে। ভিডিওটির প্রিভিউ দেখুন--
কিন্তু বিজ্ঞপ্তিটির তারিখ উল্লেখ করা হয়েছে ১৬ই অক্টোবর। অথচ খবরে বলা হয়েছে, সৌদি আরবের রিয়াদে এক ফিল্ম অনুষ্ঠানে (১৭ই অক্টোবরের) সালমান খান বেলুচিস্তানকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানোয় আলোচ্য বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। মন্তব্য করার একদিন আগে সেই মন্তব্যের জেরে বিজ্ঞপ্তি জারি করার বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়।
'বুম লাইভ' থেকে পাকিস্তানের ফ্যাক্ট-চেক সংস্থা 'সোচ ফ্যাক্ট-চেক'-এর সাথে যোগাযোগ করলে জানানো হয়, একটি বিজ্ঞপ্তি সম্পাদনার মাধ্যমে আলোচ্য বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে। তারা মূল বিজ্ঞপ্তিসহ প্রকাশিত একটি পোস্টও শেয়ার করেন বুম লাইভ'য়ের সাথে। দেখুন--
আলোচ্য সম্পাদিত বিজ্ঞপ্তির ছবির (বামে) সাথে মূল বিজ্ঞপ্তিটির ছবির (ডানে) সাথে পাশাপাশি তুলনা দেখুন--
এছাড়াও, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে গত ২৬ অক্টোবর, ২০২৫ আলোচ্য বিজ্ঞপ্তিটিকে ভুয়া এবং দাবিটিকে মিথ্যা বলে জানানো হয়েছে। পোস্টটির প্রিভিউ দেখুন--
অর্থাৎ সালমান খানকে পাকিস্তানে সন্ত্রাসী তকমা দেওয়া বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে- শীর্ষক দাবি দুটি সত্য নয়।
সুতরাং গণমাধ্যমে সম্পাদিত বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে 'পাকিস্তানে সালমান খানকে সন্ত্রাসী তকমা দেওয়া হয়েছে কিংবা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে' মর্মে যে তথ্য প্রচার করা হয়েছে; তা অসত্য ও বিভ্রান্তিকর।




