
না, এগুলো মেট্রোরেলের ছবি নয়
একাধিক মূলধারার সংবাদমাধ্যম থেকে জানা যায়, এই ছবিগুলো সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ব্রডগেজ ট্রেনের ইঞ্জিনের ছবি।

ফেসবুকে একাধিক ছবিসহ একটি ভাইরাল দাবিতে বলা হচ্ছে, মেট্রোরেলের বগি চট্টগ্রাম থেকে চলে আসছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ৬ মার্চ 'বাংলাদেশ ছাত্রলীগ (সাবেক ও বর্তমান)' নামের গ্রুপে কিছু ছবি দিয়ে ক্যাপশনে দাবি করা হয়, ছবিগুলো মেট্রোরেলের বগির। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আসছে। দেখুন স্ক্রিনশট --
পোস্টটি দেখুন এই লিঙ্কে
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিগুলো মেট্রোরেলের বগির নয়। পোস্টে যুক্ত করা ছবিগুলোকে রিভার্স সার্চ করে দেখা গেছে, ছবিগুলো ব্রডগেজ ট্রেনের। এ সংক্রান্ত কালের কন্ঠ পত্রিকার ৬ মার্চ ২০২১ এর একটি প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিন সংকট কাটাতে বাংলাদেশ রেলওয়ে ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ (ইঞ্জিন) কিনছে। প্রথম ধাপে সে ব্রডগেজ ইঞ্জিনের আটটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। কালের কন্ঠ পত্রিকার সেই প্রতিবেদনে আলোচ্য পোস্টের শেষ দুটি ছবি দেখা যায়। দেখুন স্ক্রিনশট--
কালের কন্ঠ পত্রিকার সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন এখানে।
এছাড়া পোস্টের প্রথম ছবিটি নেয়া হয়েছে, আরটিভি অনলাইনের একটি খবর থেকে। একই সময়ে প্রকাশিত সেই প্রতিবেদনেও বলা হয় ব্রডগেজ ট্রেন আনার খবরটি। দেখুন আরটিভির সেই প্রতিবেদনটি--
আরটিভির খবরটি পড়ুন এখানে।
পোস্টগুলোতে যে মেট্রোরেলের কথা বলা হচ্ছে, সেগুলো এখনো বাংলাদেশে আসেনি। প্রথম আলোর এক খবর অনুযায়ী, চলতি বছরের ২৩ এপ্রিল জাপান থেকে আসবে মোট ২৪ সেট মেট্রোট্রেনের প্রথম ৫টি । দেখুন সেই খবরটি--
প্রথম আলোর প্রতিবেদনটি পড়ুন এই লিংকে।
অর্থাৎ সম্প্রতি আনা ব্রডগেজ ট্রেনের ইঞ্জিনের ছবিকে মেট্রোরেলের বলে দাবি করা হচ্ছে যা বিভ্রান্তিকর।
Claim : চলে এসেছে মেট্রোরেলের বগি।
Claimed By : Facebook Posts
Fact Check : Misleading
Next Story