BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ছবিটি এআই জেনারেটেড, স্ট্যাচু অব...
ফেক নিউজ

ছবিটি এআই জেনারেটেড, স্ট্যাচু অব লিবার্টির মডেলের নয়

বুম বাংলাদেশ দেখেছে, বাস ইউটারবেইক নামের এক এআই আর্টিস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ছবিটি তৈরি করেছেন।

By - Ummay Ammara Eva |
Published -  28 July 2024 1:30 AM IST
  • ছবিটি এআই জেনারেটেড, স্ট্যাচু অব লিবার্টির মডেলের নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একজন নারীর ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবির নারী যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভাস্কর্য স্ট্যাচু অব লিবার্টির মডেল ছিলেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ১১জুলাই 'Tapati Biswas' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একজন নারীর ছবি পোস্ট করে বলা হয়, "হ্যাঁ ইনিই সেই মহিলা যিনি স্ট্যাচু অফ লিবার্টির মডেল ছিলেন। স্ট্যাচু অফ লিবার্টির জন্য ফ্রেডেরিক অগাস্ট বার্থোল্ডির মডেল ছিলেন সুন্দরী ফরাসি মহিলা ইসাবেল বোয়ার। তিনি প্রথমে আমেরিকান শিল্পপতি আইজ্যাক মেরিট সিঙ্গার (সেলাই মেশিন খ্যাত) এবং পরে লাক্সেমবার্গের ডিউক অফ ক্যাম্পো সেলিসকে বিয়ে করেছিলেন। ১৮৭৮ সালে, ৩৬ বছর বয়সী ডাচেস ডি ক্যাম্পো সেলিস ভাস্কর Frederic Augaste Bartholdi দৃষ্টি আকর্ষণ করেছিলেন । এর ফলস্বরূপ চিরকালের জন্য লেডি লিবার্টির মুখে তার বৈশিষ্ট্যগুলিকে অমর করে রেখেছিলেন। Syed Naquib Mahmood সূত্র: Google"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। ডাচ আর্টিস্ট বাস ইউটারবেইক স্ট্যাচু অব লিবার্টির আদলে ওই নারীর ছবিটি তৈরি করেছেন।

    ছবিটির ব্যাপারে জানতে ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২০ সালের ২ জুলাই "Artist uses AI to create stunning realistic portraits of historical figures" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, বাস ইউটারবেইক নামে একজন আর্টিস্ট স্ট্যাচু অব লিবার্টির আদলে ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের সাহায্যে তৈরি করেছেন। স্ক্রিনশট দেখুন--



    আরো সার্চ করে দা সানের ওয়েবসাইটে ২০২০ সালের ২ জুলাই "AI-RT Artist uses AI to create realistic-looking portraits of famous figures including Napoleon and Van Gogh" শিরোনামে আরেকটি প্রতিবেদনেও একই দাবিতে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, আর্টব্রিডার নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের সাহায্যে বাস ইউটারবেইক ছবিটি তৈরি করেছেন। এই সফটওয়্যারটির সাহায্যে স্ক্র্যাচ থেকেও মানবসদৃশ ছবি তৈরি করা যায়। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও, ডেইলি মেইল এবং ডিজাইনবুমের ওয়েবসাইটেও একই দাবিতে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। এদিকে, বিশ্বকোষ ব্রিটানিকা থেকে জানা যায়, স্ট্যাচু অব লিবার্টি তৈরি করা হয়েছিল ফাল্লাহ নামের একজন মিসরীয় নারীর আদলে। ফরাসি ভাস্কর ফ্রেডরিক অগাস্ট বারথোল্ডি মিসরের খেদিভ ইসমাইল পাশার জন্য প্রথমে ওই ভাস্কর্যের আদল তৈরি করেন। তবে, পরবর্তীতে সেই ভাস্কর্যের আদলেই স্ট্যাচু অব লিবার্টি তৈরি করা হয়।

    অর্থাৎ ডাচ আর্টিস্ট বাস ইউটারবেইক স্ট্যাচু অব লিবার্টি তথা লেডি লিবার্টির চেহারার আদলে আলোচ্য ছবিটি আর্টব্রিডার নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারের সাহায্যে তৈরি করেন। এছাড়াও, ইউটারবেইক লেডি লিবার্টি ছাড়াও নেপোলিওন বোনাপার্ট, জর্জ ওয়াশিংটন, রাণী এলিজাবেথসহ আরো বিখ্যাত ব্যক্তিদের চেহারা তৈরি করেছেন।

    সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি নারীর ছবিকে স্ট্যাচু অব লিবার্টির মডেল বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    False ClaimAIAI technologyAI Generated ImageAI generated
    Read Full Article
    Claim :   এই নারী স্ট্যাচু অব লিবার্টির মডেল ছিলেন।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!