অভিনেতা টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার খবরটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, এই তারকা জুটির ছবিগুলো নিজেদের সিনেমার সাফল্য কামনায় মুম্বাইয়ের মহিম দরগাহ জিয়ারতের সময় তোলা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ভারতীয় অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী তারা সুতারিয়ার একটি দরগাহে প্রার্থনার ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এই অভিনেতা ও অভিনেত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৯ এপ্রিল 'News bd' নামের ফেসবুক পেজ থেকে কিছু ছবির কোলাজ শেয়ার করে পোস্টে লেখা হয়, "আলহামদুলিল্লাহ 💗❤ টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি সঠিক নয়। 'হিরোপান্তি ২' ছবি মুক্তির আগে টাইগার শ্রফ ও সহ-অভিনেত্রী তারা সুতারিয়ার মুম্বাইয়ের মহিম দরগা ও বাবুলনাথ মন্দিরে প্রার্থনাকালীন তোলা ছবি এটি, ইসলাম ধর্ম গ্রহণের খবরটি ভুয়া।
ছবিগুলি রিভার্স সার্চ করার পর, ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এ ২৭ এপ্রিল ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদনের ফটোগ্যালারিতে ছবিগুলি খুঁজে পাওয়া যায়। বিবরণে লেখা হয়েছে, হিরোপান্তী-২ সিনেমার সাফল্য কামনায় অভিনেতা টাইগার শ্রফ ও তারা সুতারিয়া মহিম দরগা এবং বাবুলনাথ মন্দিরে প্রার্থনা করেছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনেও একই খবর প্রকাশিত হয়েছে। নিউজ১৮-এর স্ক্রিনশট দেখুন--
একাধিকবার সার্চ করেও এই তারকা জুটির ধর্ম পরিবর্তনের খবরের কোনো উৎস পাওয়া যায়নি। অর্থাৎ ধর্ম পরিবর্তনের খবরটি ভিত্তিহীন।
সুতরাং অভিনেতা টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।