
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের মৃত্যুর খবরটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, ড. মনমোহন সিং'য়ের মৃত্যুর খবরটি ভুয়া বলে ভারতের মূলধারার একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং'য়ের ছবি পোস্ট করে তার মৃত্যু সংবাদ প্রচার করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৫ এপ্রিল 'Taimur Islam' নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরলোকগমনে শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।" স্ক্রিনশট দেখুন--
পোস্টটি দেখুন এখানে
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ড. মনমোহন সিং'য়ের মৃত্যু খবরটি সঠিক নয়।
খবরটির সত্যতা যাচাই করার জন্য কী-ওয়ার্ড ধরে গুগল সার্চে করলে, ভারতের ইংরেজি দৈনিক সংবাদপত্র দ্য হিন্দু'র একটি প্রতিবেদনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর পাশে, ড. মনমোহন সিং'কে বসে থাকতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয় গত ৫ই এপ্রিল মঙ্গলবার নয়া দিল্লিতে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ছিল, সেখানে মনমোহন সিং উপস্থিত ছিলেন। অর্থাৎ মৃত্যু সংবাদটি সঠিক নয়। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি পড়ুন এখানে
ড. মনমোহন সিং'য়ের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানার জন্য পুনরায় সার্চ করার পর ভারতীয় সংবাদমাধ্যম আজতক বাংলা'র একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে জানানো হয়, মনমোহন সিংয়ের স্বাস্থ্য ভালো না থাকলেও তাঁর মৃত্যুর খবরটি ভুয়া। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি পড়ুন এখানে
সুতরাং, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা সম্পূর্ণ ভুয়া।
Claim : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পরলোকগমনে শোকস্তব্ধ।
Claimed By : Facebook Post
Fact Check : False
Next Story