
মাছের ছবিটি এডিট করা
স্টক ছবির সাইট ফ্লিকারে মূল ছবিটি খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ, সেখানে কোনো লেখা নেই মাছটির গায়ে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, মাছের গায়ে আরবিতে আল্লাহ্ লেখা রয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৬ মে 'মানবতার ফেরিওয়ালা' নামের ফেসবুক আইডি থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
পোস্টটি দেখুন এখানে
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটা এডিট করা। স্টক ছবির ওয়েবসাইট ফ্লিকারে মূল ছবি খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ, সেখানে মাছের গায়ে কোনো লেখা দেখা যায়নি।
রিভার্স ইমেজ সার্চ করে, স্টক ছবির সাইট ফ্লিকারে মূল ছবিটি খুঁজে পাওয়া গেছে। মূলত এই ছবিটিকেই এডিট করে মাছের গায়ে আরবি অক্ষরে আল্লাহ্ লেখা হয়েছে। ছবির কার্টেসিতে - Dave Chilton' নামে এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ছবিটি দেখুন এখানে
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, Worldrecordcarp.com- নামের ওয়েবসাইটে একই ছবি ব্যবহার সহ মাছটি সম্পর্কে একটি নিবন্ধ খুঁজে পাওয়া গেছে। এখানেও যুক্ত করা ছবিতে মাছের গায়ে কিছুই লেখা নেই। স্ক্রিনশট দেখুন--
নিবন্ধটি দেখুন এখানে
Dave Chilton মূলত 'kryston' নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা, যে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে কাজ করে থাকে। তাদের ওয়েবসাইটে এসব মাছের সাথে Dave Chilton-এর ছবি আছে।
সুতরাং ছবিটি এডিট করে মাছের গায়ে আরবি অক্ষরে আল্লাহ্ লিখে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।
Claim : মাছের গায়ে আরবিতে আল্লাহ্ লেখা
Claimed By : Facebook Post
Fact Check : Misleading
Next Story