৮২৩ বছর পর পর একই মাসে ৫টি বুধ, বৃহস্পতি ও শুক্রবার আসার তথ্যটি ভুয়া
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, তথ্যটি ভিত্তিহীন এবং প্রায় প্রতি বছরেই এরকম মাস হয়ে থাকে।
সামাজিক মাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে যে, এই ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, পাঁচটি শুক্রবার যা প্রতি ৮২৩ বছর পর আসে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে।
গত ১ ডিসেম্বর 'Mosiur Bhai' নামের একটি ফেসবুক আইডি থেকে করা পোস্টে লেখা রয়েছে "এই ডিসেম্বর মাসে পাঁচটি বুধবার পাঁচটি বৃহস্পতিবার পাঁচটি শুক্রবার যা প্রতি ৮২৩ বছর পর পর আসে সুবহানআল্লাহ আমরা খুব ভাগ্যবান" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল পোস্টে করা দাবিটি ভিত্তিহীন । এমন ঘটনা প্রতি ৮২৩ বছরে একবার নয়, বরং প্রতি বছর বা এক বছরে একাধিকবারও ঘটে থাকে।
কিওয়ার্ড ধরে সার্চের করলে, মার্কিন ফ্যাক্টচেকিং সংস্থা স্নোপস এর ২০১০ সালে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে দেখা যায় তৎকালে বিভ্রান্ততিকর দাবিটি--শনি, রবি, সোমবারকে নিয়ে একইভাবে অনলাইনে ছড়িয়েছিল। স্ক্রিনশট দেখুন--
আরও নিশ্চিত হতে চলতি ডিসেম্বর মাসে থেকে ক্যালেন্ডার ধরে পিছনে গেলে দেখা যায়, ২০২০ সালের জানুয়ারি ও জুলাই মাসে এমনটি দু'বার ঘটেছিল। অর্থাৎ একই বছরে একাধিকবার এ ধরণের ঘটনা ঘটার নজির আছে।
আবার ক্যালেন্ডার মোতাবেক চলতি ডিসেম্বর ছাড়াও, ২০২৩ সালের মার্চ মাসেও এরকম পাঁচটি বুধবার পাঁচটি বৃহস্পতিবার পাঁচটি শুক্রবার থাকবে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ৮২৩ বছর পর পর নয় বরং এমন প্রায়ই ঘটে।
বিস্তারিত সার্চ করে, টাইম অ্যান্ড ডেট ওয়েবসাইটের একটি প্রতিবেদনে খুঁজে পায়া যায় যেখানে, এরকম বছরের বিভিন্ন মাসে ৫ সপ্তাহ আসার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। প্রতিবেদনটি দেখুন এখানে।
সুতরাং ডিসেম্বরে পাঁচটি বুধবার, পাচঁটি বৃহস্পতিবার, পাঁচটি শুক্রবারের এই ধারাটি প্রতি ৮২৩ বছর পর আসার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন।