
কারাবন্দী মুফতি কাজী ইব্রাহিমের মুক্তি পাওয়ার অসত্য প্রচার ফেসবুকে
বুম বাংলাদেশ গণমাধ্যমে তাঁর মুক্তি সংক্রান্ত কোন খবর খুঁজে পায়নি এবং তাঁর আইনজীবীও জানিয়েছেন দাবিটি ভিত্তিহীন।

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক প্রোফাইল থেকে পোস্ট করে বলা হচ্ছে, মুক্তি পেয়েছেন সম্প্রতি গ্রেফতার হওয়া মুফতি কাজী ইব্রাহিম। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
আজ ১১ অক্টোবর 'Sm Qwami Tv' নামের ফেইসবুক পেজ থেকে একটি খবর পোস্ট করা হয়। যেখানে বলা হয়, 'আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব'। উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর গ্রেফতার হন ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিম। দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মুফতি কাজী ইব্রাহিমের মুক্তি পাওয়ার খবরটি সত্য নয়। এ সংক্রান্ত নানা খোঁজ করেও মুফতি ইব্রাহিমের মুক্তির বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ খবর অনুযায়ী জানা যায়, দুইদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। দেখুন--
খবরটি পড়ুন।
এছাড়া গণমাধ্যমের সংবাদ থেকে আরো জানা গেছে মুফতি কাজী ইব্রাহিমের আইনজীবী ছিলেন এডভোকেট আব্দুর রাজ্জাক। তিনিও তার ফেসবুক আইডি থেকে মুফতি ইব্রাহিমের মুক্তি পাওয়ার তথ্যটিকে নাকচ করে দেন। তাঁর আইনজীবীর পোস্টের স্ক্রিনশট দেখুন--
দেখুন তার ফেসবুক পোস্টটি-
এছাড়া সেই আইনজীবীর সাথে আদালত পাড়ায় মুফতি কাজী ইব্রাহিমের বেশ কিছু ছবিও পোস্ট করা হয় এই একই প্রোফাইল থেকে। দেখুন এরকম একটি পোস্ট--
অর্থাৎ সম্প্রতি গ্রেফতার ও রিমান্ড শেষে কারাবন্দী ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহিমের মুক্তি পাওয়ার খবরটি ভিত্তিহীন।
Claim : মুক্তি পেয়েছেন মুফতি কাজী ইব্রাহিম!
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story