ডেইলি ক্যাম্পাসের ফটোকার্ড দিয়ে জামায়াত আমীরের নামে ভুয়া তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি দ্য ডেইলি ক্যাম্পাসের তৈরি নয় বলে ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে পোর্টালটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাসের লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে বলা হচ্ছে, জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, বেকারদের হাতে কাজ নয়, অস্ত্র তুলে দেওয়া হবে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২৬ ডিসেম্বর 'Tashrik Zia' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে বলা হয়, "বেকার ভাতা নয়, হাতে অ*স্ত্র তুলে দিন”। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। ক্যাম্পাস ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাসের একটি ফটোকার্ডকে এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে পোস্ট করা আলোচ্য ফটোকার্ডটির মত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। তবে, ওই ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "বেকার ভা/তা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির"। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও, আরো সার্চ করে ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে পোস্ট করা আরেকটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ওই ফটোকার্ডে আলোচ্য ফটোকার্ডটির ব্যাপারে বলা হয়, "তাসরিক জিয়া নামে ফেসবুক আইডি থেকে দ্য ডেইলি ক্যাম্পাসের নামে পোস্ট করা ফটোকার্ডটি ভুয়া"। ফেসবুক পোস্টটি দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে "বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির" শিরোনামে প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি ফেক। জামায়াতের আমিরের বক্তব্য হিসেবে ডেইলি ক্যাম্পাস এমন কোনো ফটোকার্ড বানায়নি বা প্রচার করেনি।
সুতরাং জামায়াত আমীরের বরাতে ভুয়া ফটোকার্ড তৈরি করে ডেইলি ক্যাম্পাসের তৈরি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




