
ভিপি নুরের বিরুদ্ধে ৪ জনকে কোপানোর ভুয়া খবর
ভিন্ন একটি ঘটনার খবরকে ডাকসুর সাবেক ভিপির নাম জড়িয়ে প্রচার করা হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।

"জে*ল থেকে বেরিয়েই ৪ জনকে কো*পালেন নুরুল হক নূর" শিরোনামে একটি প্রতিবেদন 'নতুন ভিউজ' নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক সহ-সভাপতি নুরুল হক নূরের নাম ও ছবি দিয়ে এ ঘটনায় তিনি জড়িত বলে দাবি করা হচ্ছে। দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
অনলাইন পোর্টালটির খবরে দেখা যায় শিরোনামে 'জে*ল থেকে বেরিয়েই ৪ জনকে কো*পালেন নুরুল হক নূর' উল্লেখ থাকলেও মূল খবরে ডাকসুর ভিপি নিয়ে কোন খবরে নেই। বরং সেখানে বরিশালে কারাভোগের ১৪ বছর পর মুক্তি পেয়ে নুরু ডাকাত নামের একজনের নিজ পরিবারের চারজনকে কোপানোর খবর রয়েছে।
গুগল অনুসন্ধানে দেখা যায়, অনলাইন পোর্টালটিতে প্রকাশিত খবরটি মূলত: সময় টিভি অনলাইনে প্রকাশিত এ সংক্রান্ত খবরের হুবহু নকল। সময় টিভির খবরটি দেখুন এখানে।
সুতরাং নুরু ডাকাতের ঘটনায় নুরুল হক নূরের নাম জড়িয়ে খবর প্রকাশ বিভ্রান্তিকর।
Claim : জেল থেকে বেরিয়েই ৪ জনকে কোপালেন নুরুল হক নূর
Claimed By : নিউজ আউটলেটস
Fact Check : False
Next Story