আমার দেশের ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে ভিত্তিহীন মন্তব্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, দৈনিক আমার দেশের ভিন্ন ফটোকার্ড ফরম্যাটে আলোচ্য মন্তব্যটি যুক্ত করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, দৈনিক আমার দেশ জামায়াতে ইসলামী'র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার "শেখ মুজিব সম্মানিত ব্যাক্তি, তাঁর ছবি টাঙানোর বিধান থাকলে সমস্যা কি” শীর্ষক মন্তব্য করেছেন এমন একটি ফটোকার্ড প্রচার করেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩০শে অক্টোবর 'আবিদ আলম রাহাত' নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচ্য ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, “আসলেই শেখ মুজিব একজন সন্মানিত ব্যক্তি এজন্য সারা বাংলাদেশে তার ছবি টাংগানোর জোর দাবি জানাচ্ছি"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি বিভ্রান্তিকর। দৈনিক আমার দেশের একটি ফটোকার্ড ফরম্যাটে আলোচ্য মন্তব্যটি যুক্ত করে সম্পাদনার মাধ্যমে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ডে উল্লিখিত তারিখ অনুযায়ী (৩০ অক্টোবর) দৈনিক আমার দেশের ফেসবুক পেজে সার্চ করে আলোচ্য শিরোনামের সংবাদের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এমনকি দাবিকৃত মন্তব্যটি সার্চ করে আমার দেশ সহ কোনো গণমাধ্যমেই এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গণমাধ্যমটির পেজে ৩০ অক্টোবর প্রচারিত সকল ফটোকার্ডের চিত্র দেখুন --
গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত অন্যান্য ফটোকার্ডের সাথে প্রচারিত ফটোকার্ডটির কয়েকটি অসঙ্গতি পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--

এখানে ফন্টে পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, এছাড়াও মূল ফটোকার্ডে ছবির চারপাশে স্ট্রোক (ফ্রেম হাইলাইট) ব্যবহার করা হলেও প্রচারিত ফটোকার্ডে তা স্পষ্টভাবে দৃশ্যমান নয়। পাশাপাশি 'বিস্তারিত কমেন্টে' লেখার দুইপাশের আইকনেও মিল নেই। গত ৩০শে অক্টোবরে প্রকাশিত সকল ফটোকার্ডে ডানে-বামে নির্দেশিত আইকন ব্যবহার করা হলে প্রচারিত ফটোকার্ডে উপরে-নিচে নির্দেশিত আইকন দেখা যাচ্ছে।
পরবর্তীতে সার্চ করে দৈনিক আমার দেশের ফেসবুকে গত ৩০শে অক্টোবর "আমার দেশের ফে/ইক ফটোকার্ড বানিয়ে পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপ/চেষ্টা করছে একটি মহল। পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের এ ব্যাপারে সচেতন থাকার অনুরোধ করা যাচ্ছে।" শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। এতে আলোচ্য প্রচারিত ফটোকার্ডটিকে ফেইক (তাদের তৈরি করা নয়) বলে উল্লেখ করা হয়েছে।
জামায়াতে ইসলামী'র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও আমার দেশের ডিসক্লেইমারযুক্ত ফটোকার্ডটি শেয়ার করেছেন। অর্থাৎ তিনি যে এমন মন্তব্য করেননি সেটি বোঝাতেই এটি শেয়ার করেছেন। আমার দেশের ডিসক্লেইমারযুক্ত ফটোকার্ডটি দেখুন--

অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক আমার দেশের ফটোকার্ড ফরম্যাটকে বিকৃত করে বানোয়াট মন্তব্য যুক্ত করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।




