
মিজানুর রহমান আজহারীর নামে ভুয়া বক্তব্য প্রচার
কোন সূত্র ছাড়াই বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই ইসলামী বক্তার নামে বানোয়াট বক্তব্য ছড়ানো হচ্ছে।

ফেসবুকে একটি উক্তিসহ ছবি বেশ কিছু পেইজ থেকে ছড়ানো হচ্ছে 'স্টার জলসা, স্টার জলসা, স্টার প্লাস, জ্বী বাংলাসহ আরো যত চ্যানেল আছে সব দেখা যাবে, একাত্তর টিভি দেখা যাবেনা, ইসলামো মানা আছে।' এরকম একটি বক্তব্য ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর বলে দাবি করা হচ্ছে। দেখুন এখানে, এখানে এবং এখানে।
'Bangla Waz । বাংলা ওয়াজ' নামের একটি পেইজ থেকে একটি ছবি পোস্ট করা হয়।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ অনুসন্ধান করে দেখেছে, কোনো সোর্স ছাড়াই প্রচারিত হওয়া মিজানুর রহমান আজহারীর এই উক্তিটি ভুয়া। কিছুদিন আগে 'একাত্তর টিভি বয়কট' ক্যাম্পেইনকে সমর্থন জানিয়ে মিজানুর রহমান আজহারীও তার ভেরিফায়েড পেইজে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বলেন--
"সংকটে, সংবাদে, সংযোগে— সর্বত্রই যাদের ইসলাম বিদ্বেষ, তাদের বয়কট করা সময়ের দাবী।
তাই, একাত্তর টিভিকে বয়কট করুন।
আমি করেছি, আপনারাও করুন।"
এর বাইরে একাত্তর টিভি বয়কট সংক্রান্ত আর কোনো বক্তব্য তার ফেসবুক ভেরিফায়েড পেইজে পাওয়া যায়নি। কোনো সংবাদমাধ্যমেও তার এমন বক্তব্য প্রকাশিত হয়নি।
একইসাথে বিভিন্ন ইসলামী সম্মেলনে ভারতীয় টিভি সিরিয়ালের বিরুদ্ধে তার একাধিক বক্তৃতার ভিডিও পাওয়া যায়; যেখানে তিনি বলেন, "খবরদার! জী বাংলা, স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না।" দেখুন এমন একটি ভিডিও-
তাই কোনো প্রকার উৎস ছাড়া মিজানুর রহমান আজহারীর নামে প্রচার হওয়া উক্তিটি ভুয়া এবং বিভ্রান্তিকর।
Updated On: 2020-12-20T10:43:16+05:30
Claim : স্টার জলসা, স্টার প্লাস, জী বাংলাসহ আরও যত চ্যানেল আছে সব দেখা যাবে, একাত্তর টিভি দেখা যাবে না, ইসলামে মানা আছে: আজহারি
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story