হাসনাত, সারজিস ও উপদেষ্টা আসিফের মন্তব্য যুক্ত ভুয়া ফটোকার্ড প্রচার
আলোচ্য ফটোকার্ডগুলো তাদের বানানো নয় বলে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে কালবেলা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জাতীয় দৈনিক কালবেলার লোগোযুক্ত তিনটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে, যেখানে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম--সম্প্রতি মাইলস্টোন কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ছাত্রদের বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২২ জুলাই 'মোহাম্মদ সৌরভ হোসেন' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডগুলো পোস্ট করে উল্লেখ্য করা হয়, "প্রিয় শিক্ষার্থী ভাই -বোনেরা কথাগুলো মন দিয়ে শুনুন,যদিও কিছু বলার ইচ্ছে ছিলো না কারণ আপনারাই এদের দ্বারা ব্যবহার হয়েছেন এবং এরাই আজ এক একটা হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। আপনারা কি পেয়েছেন? ~শিক্ষার্থীরা ঘরে না ফিরে গেলে কঠোর ভাবে দমন করবে সরকার আসিফ মাহমুদ। ~২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বললেন সারজিস। ~এবার মাইলস্টোন শিক্ষার্থীদের হুশিয়ারী দিলেন হাসনাত। এবার কি বুঝলেন? শেখ হাসিনা সরকার কে তারা কিভাবে আপনাদের মগজ ধোলাই করে তাড়িয়ে দিয়ে আপনাদের হুমকি দিচ্ছে। আসলে এরা আপনাদের ব্যবহার করেই আজ ক্ষমতার মসনদে বসে সারা বাংলাদেশ কে একটি মবের রাজত্ব বানিয়েছে,এদের খুঁটির জোর হচ্ছে ভিন্ন শক্তি -আপনাদের এরা ব্যবহার করেছে। সময় থাকতে বুঝুন এরা এদেশ কে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এখনি সময় এদের প্রতিহত করার এখনি সময় রুখে দাঁড়ানোর। হঠাও ইউনুস -বাঁচাও দেশ। হঠাও সমন্বয়ক বাঁচাও দেশ।” স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ড তিনটি নকল। জাতীয় দৈনিক কালবেলা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডগুলো তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো এ ধরণের কোনো প্রতিবেদন কালবেলার ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ড তিনটি তাদের নয় বলে কালবেলার ভেরিফায়েড ফেসবুক পেজে ২২ জুলাই একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, দৃষ্টি আকর্ষণ... কালবেলার ফটোকার্ড নকল করে আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ছবি দিয়ে এসব ফটোকার্ড তৈরি করে সামাজিকমাধ্যমে শেয়ার করা হচ্ছে। এমন ভুয়া কার্ড যেসব আইডি ও পেজে শেয়ার করা হচ্ছে তা আপনাদের নজরে আসলে কালবেলার উক্ত পোস্টের কমেন্টে লিংক দেওয়ার অনুরোধ করছি। লিংক পেলে ওইসব আইডি ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পোস্টটি দেখুন--
নিচে ভুয়া ফটোকার্ড দাবিতে কালবেলার পোস্ট (বামে) এবং ফেসবুকে প্রচারিত ভাইরাল ফটোকার্ডের (ডানে) মধ্যে পার্থক্য দেখুন পাশাপাশি--
অর্থাৎ কালবেলার লোগো ব্যবহার করে উপদেষ্টা আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের মন্তব্য সম্পর্কিত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। কালবেলা এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং কালবেলার লোগো ব্যবহার করে নকল ফটোকার্ড দিয়ে আসিফ, হাসনাত ও সারজিসের মন্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।