জামায়াত প্রার্থীকে নিজ দলের কর্মীদের হামলা নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার
আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে ডেইলি ক্যাম্পাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে শিক্ষাঙ্গন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাসের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, চাঁদপুর ১ (কচুয়া) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আবু নছর আশরাফীর উপর হামলা করেছে নিজ দলের নেতাকর্মীরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১২ জুন 'Mahabub Mihad' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ করা হয়, "জান্নাতের টিকিট নিয়েও মারামারি করতে হবে এদের? তফসিলের আগেই এমন রগ কাটাকাটি হইলে তফসিল দিলে কি হবে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। ক্যাম্পাস ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাসের একটি ফটোকার্ডকে এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন অনলাইন পত্রিকাটির সম্পাদক মাহবুব রনি।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, ভাইরাল ফটোকার্ডে উল্লিখিত সময়ের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে দ্যা ডেইলি ক্যাম্পাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ১১ জুন একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। যেই ফটোকার্ডের সঙ্গে ভাইরাল ফটোকার্ডের মিল পাওয়া যায়। যদিও ওই ফটোকার্ডে উল্লেখ করা হয়, “জামায়াত মনোনীত এমপি প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা”। যেটি সম্পাদনা করে “চাঁদপুর ১ (কচুয়া) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী – আবু নছর আশরাফীর উপর, জামায়াত-শিবিরের হামলা...” উল্লেখ করা হয়েছে।
নিচে ভাইরাল ফটোকার্ড (বামে) ও ডেইলি ক্যাম্পাসের ফেসবুকে প্রকাশিত ফটোর্ডের (ডানে) মধ্যে সমঞ্জসতা দেখুন পাশাপাশি--
এছাড়াও, কি ওয়ার্ড সার্চ করে “জামায়াত মনোনীত এমপি প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা, আহত ২” শিরোনামে ‘ডেইলি ক্যাম্পাসের’ ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ১১ জুন প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (১১ জুন) বিকেলে কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্ক্রিনশট দেখুন--
এদিকে আলোচ্য ফটোকার্ডটি সম্পর্কে জানতে চাইলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সম্পাদক মাহবুবুর রহমান বুম বাংলাদেশকে জানান, ‘এটি ফেক’।
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি ফেক। ডেইলি ক্যাম্পাস এমন কোনো ফটোকার্ড বানায়নি।
সুতরাং ভুয়া ফটোকার্ড তৈরি করে ডেইলি ক্যাম্পাসের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।