ছাত্রদল নেতা হত্যায় জামায়াত কর্মী আটক দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে সমকাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জাতীয় দৈনিক সমকালের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামীর মধ্যে একজন জামায়াত ইসলামীর কর্মী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ মে 'আমির হোসেন মিরু' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "ছাত্রদল নেতা সাম্য হত্যার অভিযোগে আটক ৩ আসামীর একজন জামায়াতের কর্মী 👉তথ্যসূত্র: সমকাল।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। জাতীয় দৈনিক সমকাল নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নিউজ লিংক পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন সমকালের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে সমকালের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৫ মে “সমকালের নামে ভুয়া ফটোকার্ড” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, ‘ছাত্রদল নেতা সাম্য হত্যার অভিযোগে আটক ৩ আসামীর একজন জামায়াতের কর্মী’ শিরোনামে দৈনিক সমকালের আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটি ভুয়া। সমকাল ‘ঢাবি ছাত্রদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩’ এই শিরোনামে বুধবার (১৪ মে) একটি সংবাদ প্রকাশ করে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ সমকালের লোগো ব্যবহার করে ছাত্রদল নেতা সাম্য হত্যায় আটককৃতদের মধ্যে একজন জামায়াত কর্মী দাবিতে নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। সমকাল এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং সমকালের লোগো ব্যবহার করে সাম্য হত্যায় আটককৃতদের মধ্যে একজন জামায়াত কর্মী দাবিতে নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।