দৈনিক কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, দৈনিক কালবেলার লোগো নকল করে তৈরিকৃত আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, দৈনিক কালবেলা; "চট্টগ্রামে ২১৯ ফোন চুরির দায়ে এক যুবককে আটক করলেন" শিরোনামে একটি সংবাদের ফটোকার্ড প্রচার করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৫ই মে '' নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচ্য ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "মোবাইল চুরির দায়ে এক যুবকে আটক"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি সম্পাদিত। দৈনিক কালবেলা'র ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এছাড়াও আলোচ্য ফটোকার্ডটি তাদের তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।
ফটোকার্ডে উল্লিখিত তারিখ (১৫ই মে) অনুযায়ী দৈনিক কালবেলা'র ফেসবুক পেজে সার্চ করে এই সংক্রান্ত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। দেখুন--
তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত অন্যান্য ফটোকার্ডের সাথে আলোচ্য ফটোকার্ডটির ডিজাইন ও ফন্ট সহ কয়েকটি অসঙ্গতি পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডের (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
এদিকে কালবেলার'র ফেসবুক পেজে গত ২০ মে দেয়া আলোচ্য ফটোকার্ডটির বিষয়ে 'কালবেলার নামে ভুয়া ফটোকার্ড' লেখা তথ্য সহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি কালবেলা'র ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক কালবেলার ফটোকার্ডকে সম্পাদনার মাধ্যমে বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য-ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।