স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি নিয়োগ নিয়ে ভুয়া খবর মূলধারার সংবাদমাধ্যমে
অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে ডা. এ এইচ এম এনায়েত হোসেনের নিয়োগ পাওয়ার খবরটি ভুয়া বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বলে একটি খবর যুগান্তর, নয়াদিগন্তসহ মূলধারার বেশ কয়েকটি সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। এরপরই খবরটি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে।
আর্কাইভ লিঙ্ক দেখুন এখানে, এখানে ও এখানে।
তবে মূলধারার সংবাদমাধ্যমসহ বেশিরভাগ অনলাইন পোর্টাল ডাঃ এনায়েতের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হওয়ার খবরটি কিছুক্ষন পর সরিয়ে ফেলে। নয়াদিগন্তের ফেসবুক পোস্ট দেখুন এখানে।
প্রকৃতপক্ষে আজ ২৩ শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে নতুন মহাপরিচালকের নাম ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ আবুল বাশার মোঃ খুরশীদ আলমকে উক্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে ঘোষণা করা হল। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উক্ত প্রজ্ঞাপন দেখুন এখানে।
অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের আরেকটি নতুন অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্ব পালন করেছেন। ৩০ ডিসেম্বর, ২০১৯ এ বিডিনিউজ২৪ এর এক সংবাদে বলা হয়, নবগঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। দেখুন এখানে ও এখানে।
তাই ডাঃ এনায়েত হোসেনের স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হবার খবরটি ভুয়া।