
আলোচিত ইসলামি বক্তা আমির হামজার কারামুক্তির খবরটি ভিত্তিহীন
আমির হামজার কারামুক্তি কিংবা জামিন সংক্রান্ত কোন খবর মুলধারার গণমাধ্যমে পায়নি বুম বাংলাদেশ

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি খবরের লিংক শেয়ার করে বলা হচ্ছে, কারাবন্দি আলোচিত ইসলামি বক্তা আমির হামজা মুক্তি পেয়েছেন। দেখুন এমন কিছু লিংক এখানে, এখানে, এবং এখানে।
গতকাল ২৯ জুন 'সময়24 নিউজ ২৪ ঘন্টা' নামের একটি ফেসবুক গ্রুপে একটি খবরের লিংক পোস্ট করা হয় যার শিরোনাম, 'হঠাৎ করে আমির হামজা হুজুরের মুক্তি হুজুর নিজেই অবাক!'। দেখুন পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আমির হামজার কারামুক্তির খবরটি ভিত্তিহীন। প্রথমত, সেই খবরটির শিরোনামে আমির হামজার মুক্তি পাওয়ার কথা দাবি করলেও তার বিস্তারিত অংশে এ বিষয়ে কিছু উল্লেখ নেই। বিস্তারিত অংশে মূলত আমির হামজাকে গ্রেফতারের পর রিমান্ড আবেদন করার কথা বলা হয়েছে। কিন্তু তার কারামুক্তির বিষয়ে কোনো তথ্যই সেখানে নেই।
এছাড়া মূলধারার কোন সংবাদমাধ্যমে আলোচিত এই ইসলামি বক্তার কারামুক্তি কিংবা জামিন পাওয়ার বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৪ মে আমির হামজাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। দেখুন এ সংক্রান্ত দুটি প্রতিবেদন এখানে ও এখানে।
অর্থাৎ কারাবন্দি ইসলামি বক্তা আমির হামজার মুক্তি কিংবা জামিন সংক্রান্ত কোনো তথ্য কিংবা সুত্র ছাড়াই ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে।
Updated On: 2021-06-30T16:27:03+05:30
Claim : হঠাৎ করে আমির হামজা হুজুরের মুক্তি হুজুর নিজেই অবাক!
Claimed By : Facebook Posts
Fact Check : Misleading
Next Story