অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পুরোনো ছবি দিয়ে সাহায্যের আবেদন
বুম বাংলাদেশ দেখেছে, অসুস্থ ব্যক্তির আলোচ্য ছবিটি দিয়ে ৫ বছর আগে থেকে বিভিন্ন সময়ে সাহায্যের আবেদন করা হয়েছে।
![অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পুরোনো ছবি দিয়ে সাহায্যের আবেদন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির পুরোনো ছবি দিয়ে সাহায্যের আবেদন](https://www.boombd.com/h-upload/2022/05/24/977862-sick-man.webp)
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে এক অসুস্থ ব্যক্তির একটি পারিবারিক ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, লোকটি কুমিল্লার কান্দিরপাড় এলাকার আব্দুর রহমান। পাশাপাশি লোকটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২১ মে 'Gogon SaKib' নামের একটি পাবলিক গ্রুপে 'ময়না মেয়ে' নামের একটি আইডি থেকে আলোচ্য ছবিটি পোস্ট করে বলা হয়, 'ওনার নাম আব্দুর রহমান। বারি কুমিল্লা কান্দিরপাড়। ২৫ তারিখ এ ওনার পা লাগানো হবে সবাই এগিয়ে আসেন,,,অনেক টাকার দরকার এখন ও। ওসহায় একটি পরিবার,,,,, রোজগার করার একমাত্র মাধ্যম,,,, একটি এক্সিডেন্ট এ দুইটি পা ও একটি হাত হারিয়েছে,,,,নকল পা লাগাতে ১৪০০০০ টাকার মতো লাগতে পারে বলে ডাক্তার জানিয়েছে,,,, এই ভাইয়ের পরিবার সবার কাছে দোয়া প্রাথী সবাই দোয়া করবেন আর সবাই ১০,২০,৫০,১০০,৫০০ জাই পারি না কেনো দান করার চেষ্টা করবো ইনশাল্লাহ.....' এছাড়াও, ওই পোস্টে সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ও বিকাশের হিসেব খোলা একটি নম্বরও যুক্ত করা হয়। স্ক্রিনশটে দেখুন বিস্তারিত--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে, ভাইরাল পোস্টগুলোতে করা দাবিটি বিভ্রান্তিকর। এই একই ছবি দিয়ে ২০১৭ সাল থেকে বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন পেজ ও গ্রুপে হেল্প পোস্ট খুঁজে পাওয়া গেছে, যা প্রমাণ করে যে, ছবির ব্যক্তির অসুস্থতার ঘটনা সাম্প্রতিক নয়।
রিভার্স ইমেজ সার্চ করে ভারতের পাঞ্জাব রাজ্যের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন-অফিসিয়ালি পরিচালিত পেজ 'Punjabi university Patiala- unofficial'-এ 'Satinder singh bhandal' নামের একটি আইডি থেকে আলোচ্য ছবি সংবলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ছবিটি ২০১৭ সালের ১৪ আগস্ট পোস্ট করা হয়েছিল। হিন্দি ভাষায় লেখা ওই পোস্টের গুগল ট্রান্সলেশন থেকে জানা যায়, ট্রেন দূর্ঘটনায় দুই পা এবং এক হাত কাটা পড়ায় বলজিন্দর সিং নামে ওই ব্যক্তির রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। এখন আর্থিক সহায়তা চেয়ে তার পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। পোস্টটি দেখুন--
এদিকে, এর কয়েকদিন আগে ২০১৭ সালের ২৬ জুলাই একই ছবি দিয়ে 'ਮੁਰੰਮਤ Repair' নামের একটি পেজে পোস্ট করা হয়েছে। পোস্টটি দেখুন--
আবার, ২০২০ সালের ৬ জুন একই ছবি দিয়ে 'जय हिंद' নামের আরেকটি পেজে পোস্ট করা হয়েছে। পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ আলোচ্য ছবিটি ২০১৭ সাল থেকেই ফেসবুকে বিদ্যমান এবং বিভিন্ন সময়ে এই ছবিটি ভারতের বিভিন্ন ব্যক্তি হিন্দি ভাষায় ফেসবুকে পোস্ট করে আর্থিক সহায়তা চেয়েছেন। সেসব পোস্ট থেকে ব্যক্তির নাম বলজিন্দর সিং জানা গেলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। অতএব বিষয়টি প্রমাণিত যে, উক্ত ছবির ব্যক্তির অসুস্থতা সাম্প্রতিক নয় বরং অন্তত ৫ বছরের পুরোনো। তবে ভাইরাল পোস্টের দেয়া তথ্যমতে বাংলাদেশের কুমিল্লার কান্দিরপাড় এলাকার আব্দুর রহমান নামের কোন ব্যক্তির পা লাগানো দরকার কিনা এবং এজন্য তাঁর অর্থ সাহায্য দরকার কিনা তা আলাদাভাবে যাচাই করতে পারেনি বুম বাংলাদেশ।
এদিকে, ভাইরাল পোস্টে দেয়া বিকাশ নম্বরে যোগাযোগ করার চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
সুতরাং অজ্ঞাত ব্যক্তির পাঁচ বছরের পুরোনো ছবি দিয়ে সম্প্রতি আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে ফেসবুকে, যা প্রতারণাপূর্ণ।