তারেক রহমানের বক্তব্য সম্পাদনা করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, তারেক রহমানের বক্তব্যের ভিডিও-অডিও প্রযুক্তিগত উপায়ে সম্পাদনা করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'দিল্লী নয় পিণ্ডি নয়, চাই কেবল চান্দা। লণ্ডনে বসে বসে এই আমার ধান্দা।' শীর্ষক বক্তব্য দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১২ জুলাই ‘শেখ ফজলুল করীম নাঈম’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটিতেও একই বাক্যসমূহ উল্লেখ করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। গত ২৮ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশে দেওয়া বক্তব্য 'দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ' শীর্ষক বক্তব্যের ভিডিও-অডিও প্রযুক্তিগত উপায়ে সম্পাদনা করে 'দিল্লী নয় পিণ্ডি নয়, চাই কেবল চান্দা। লণ্ডনে বসে বসে এই আমার ধান্দা' শীর্ষক ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম ‘সময় টেলিভিশনে’-এর ইউটিউব চ্যানেলে গত ২৮ মে “দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওটির দৃশ্যপট, তারেক রহমানের পোশাক এবং ব্যাকগ্রাউন্ড ডিটেইলসের মিল পাওয়া যায়। ভিডিওর বিস্তারিত অংশে উল্লেখ করা হয়, নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি অন্যান্য বক্তব্যের পাশাপাশি এই স্লোগান (দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ) দিয়েছিলেন।
গত ২৮ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশে দেওয়া এই স্লোগানের বিষয়ে সেসময়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছিল। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে সময় টেলিভিশন ব্যতীত-ও বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন ও হুবহু ক্লিপটির ভিডিও পাওয়া যায়। সময় টেলিভিশনের ভিডিওটির প্রিভিউ দেখুন--
পরবর্তীতে ফেসবুকে প্রচারিত ভিডিওটির অডিওটি ডিপফেক অডিও যাচাইয়ের টুল 'Hiya - Deepfake Voice Detector' ব্যবহার করে যাচাই করলে টুলটি অডিওর মধ্যে ভয়েস ম্যানিপুলেশ শনাক্ত করেছে বলে ফলাফল দিয়েছে। দেখুন--
এছাড়াও ভিডিওটিতে পরিবর্তিত বক্তব্যের (অডিও ডিপফেক) শব্দের সাথে মুখের অঙ্গভঙ্গির মিল পাওয়া গেছে। যদি কেবলমাত্র অডিও পরিবর্তন করা হয় তাহলে অডিওর সাথে আসল ভিডিওর মুখভঙ্গির পার্থক্য পরিলক্ষিত হয়। কিন্তু এখানে যেহেতু পরিবর্তিত বক্তব্যের (অডিও ডিপফেক) শব্দের সাথে মুখের অঙ্গভঙ্গির মিল পাওয়া গেছে তাই ভিডিওটিতেও এআই কিংবা প্রযুক্তিগত সম্পাদনা করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
ফলে ডিপফেক কন্টেট যাচাইয়ের টুল 'DEEPFAKE-O-METER' ব্যবহার করে ভিডিওটি যাচাই করে টুলটির AVSRDD (2025) মডেল ভিডিওটিকে ৯৯.৯ শতাংশ সম্ভাব্য ফেক বলে ফলাফল দিয়েছে। এখানে ফেক হলো আসল কন্টেন্টে (কিংবা কোনো অংশে) এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করার সম্ভাব্যতা।
অর্থাৎ 'দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ' শীর্ষক বক্তব্যের ভিডিও-অডিও প্রযুক্তিগত উপায়ে সম্পাদনা করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে তারেক রহমানের দেওয়া বক্তব্যের ভিডিও-অডিও প্রযুক্তিগত উপায়ে সম্পাদনা করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।