
'অটোপাসের দাবিতে বিক্ষোভ' নয়, এডিট করা ছবি
১৮ সালের ছাত্র আন্দোলনের ছবিকে করোনাকালে 'অটোপাসের দাবি'র ছবি হিসেবে এডিট করে পোস্ট করা হয়।

ফেসবুকে কিছু ছবি দেখা যাচ্ছে যা সাম্প্রতিক করোনার সময়ে মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) এসএসসি পরীক্ষায় অটো-প্রমোশোন এর দাবিতে মানববন্ধন করা নানা পোস্টে ছবি হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখুন, এখানে এবং এখানে।
এছাড়াও বাংলাদেশ টাইমস নামক একটি অনলাইনেও একই ছবি ব্যবহার করে "এবার অটোপাসের দাবি তুলেছেন এসএসসি পরীক্ষার্থীরা" শিরোনামে একটি খবর প্রকাশ করে। দেখুন এখানে, আর্কাইভ এখানে
ছবিটিতে দেখা যাচ্ছে কিছু আন্দোলনকারীদের হাতে প্ল্যাকার্ড যেখানে অটোপাশ সমর্থনে একাধিক বক্তব্য যেমন "আমাদের দাবি মানতে হবে, অটোপাস দিতে হবে", "মোদের দাবি একটাই, করোনাকালে অটোপাস চাই"। এছাড়া রয়েছে "করোনা পরিস্থিতিতে পরীক্ষা দিতে প্রস্তুত নয় আমরা"।
কিন্তু রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে ছবিটি ২০১৮ সালের এবং এটি সাম্প্রতিক মাধ্যমিকে অটোপাসের দাবির কোন ছবি নয়। ডয়েচে ভেল এর একটি খবর থেকে জানা যায়, ছবিটি ২০১৮ সালের নিরাপদ সড়কের দাবিতে করা ছাত্র আন্দোলনের। ছবিটি তুলেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
'অভিনব ছাত্র আন্দোলনের ভাইরাল ভিডিওগুলো' শিরোনামে উক্ত খবরটি দেখুন এখানে।
তাই মাধ্যমিকে অটোপাশের দাবির সাথে যুক্ত ছবিটি এডিট করা এবং ভিত্তিহীন।
Updated On: 2020-10-21T18:26:45+05:30
Claim : এসএসসি পরীক্ষায় অটো-প্রমোশোন এর দাবিতে বিক্ষোভ
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story