
হাতকড়া হাতে অং সান সু চি'র গ্রেফতারের ছবিটি এডিট করা
সু চি'র ছবি বলে ছড়ানো ছবিটি মূলত নিউজিল্যান্ডে গ্রেফতারকৃত এক নারীর বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।

বিভিন্ন অনলাইন পোর্টালে ও সামাজিক মাধ্যম ফেসবুকে মিয়ানমারের নির্বাচিত বেসামরিক নেতা অং সান সু চি কে গ্রেফতারের একটি ছবি ছড়ানো হচ্ছে। ছবিটিতে সু চি'কে হাতকড়া পরানো অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে দেখা যাচ্ছে।
অনলাইন পোর্টালগুলোতে সু চি'র বিরুদ্ধে অভিযোগ দায়েরের সংবাদের সাথে ছবিটি ব্যবহার করা হয়েছে।

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে হাতকড়া পরানো সু চি'র ছবিটি মূলত এডিট করা। মূল ছবিটি নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরের লিন্ডসে নিকোল ব্ল্যানসেট নামের এক নারীর। ব্ল্যানসেটকে নিউজলিল্যান্ড পুলিশ নিজ ছেলেকে হত্যার অভিযোগে ২০১৪ সালে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গত ১ ফেব্রুয়ারী মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির ক্ষমতা দখল করে। এরপর থেকেই বেসামরিক নেতা ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি কে আটক করে রেখেছে সেনাবাহিনী। তবে তার হাতকড়া পরানো কোনো ছবি সংবাদমাধ্যমে আসেনি।
Updated On: 2021-02-23T13:38:54+05:30
Claim : আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হাতকড়া দেয়া ছবিটি সু চির
Claimed By : News Outlets
Fact Check : False
Next Story