
দুই পা বিশিষ্ট উটের ছবিটি এডিট করা
বুম বাংলাদেশ দেখেছে, একটি উটের ছবিকেই এডিট করে দুই পা বিশিষ্ট বানানো হয়েছে এবং বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি উটের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সত্যিকারের একটি দুই পা বিশিষ্ট উটের ছবি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ ডিসেম্বর 'Mousumi Talukder Koly' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব 🥀🥀 ছবিটি তারই প্রমান। সুবহান আল্লাহ"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টটি দেখুন এখানে
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর। মূলত একটি স্বাভাবিক উটের ছবিকে এডিট করে দুই পা বিশিষ্ট উটের ছবি বলে প্রচার করা হচ্ছে।
প্রথমে কি ওয়ার্ড ধরে সার্চ করার পর, যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্যাক্ট চেকিং সংস্থা 'স্নোপস' এর ২০১৮ সালের মার্চ মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটির সাথে করা বিভ্রান্তিকর দাবিটি খণ্ডন করা হয়েছিল। পোস্টে মূল ছবিটিও খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটি পড়ুন এখানে
এই সূত্র ধরে মূল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করার পর, ড. আব্দুল রাজিক কাকার নামে এক ব্যক্তির ব্লগ পোস্টে ছবিটির পুরোনো একটি ভার্সন পাওয়া যায়, যা ২০১২ সালের ২৩ মার্চ প্রকাশিত হয়েছে।স্ক্রিনশট দেখুন--
লিংক দেখুন এখানে
মূল ছবি ও এডিটের মাধ্যমে বিকৃত করা ছবির একটু তুলনামূলক বিশ্লেষণ দেখুন--
বার্তা সংস্থা এএফপি'র পক্ষ থেকে যোগাযোগ করা হলে ড. রাজিক কাকার এএফপিকে জানান, মূল ছবিটি তিনি নিজে ২০০৮ সালের দিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিতি থার জেলার নগর পার্কার এলাকা থেকে ধারণ করেছিলেন। পাশাপাশি তাঁর তোলা মূল ছবিটিকে এডিট করেই দুই পা বিশিষ্ট বানানো হয়েছে বলেও এএফপিকে নিশ্চিত করেন।
সুতরাং চার পা বিশিষ্ট একটি উটের ছবিকে সম্পাদনার মাধ্যমে বিকৃত করে দুই পা বিশিষ্ট উটের ছবি বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
Claim : দুই পা বিশিষ্ট উট
Claimed By : Facebook post
Fact Check : Misleading
Next Story