ব্যালট পেপারে সিল মারার এই ভিডিওটি পুরোনো, এবারের ডাকসু নির্বাচনের নয়
বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪ সালের জুন মাস থেকে আলোচ্য ভিডিওটি ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে খুঁজে পাওয়া যায়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি গতকাল অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন চলাকালে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গতকাল ৯ সেপ্টেম্বর 'Jobayer Vai' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ডাকসু নির্বাচন দেখে বুঝা যাচ্ছে। আগামী নির্বাচন নির্দিষ্ট একটি দলকে জিতানোর জন্য হয়তো এই পদ্ধতিতেই হবে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি ২০২৪ সালের ৫ জুন থেকে ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে খুঁজে পাওয়া যায়।
আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২৪ সালের ৫ জুন 'জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম ভোলা জেলা' নামে একটি ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটির মত হুবহু একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টটির ক্যাপশনে বলা হয়, "ভোলার মনপুরা উপজেলা নির্বাচন ২০২৪ | ব্যালটে সিল"। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে ২০২৪ সালের ৫ জুন 'দৈনিক আমার ফেনী' নামে আরেকটি ফেসবুক পোস্টেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও, ২০২৪ সালের ৫ জুন প্রচারিত একই ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন চলাকালে ধারণ করা হয়নি। ২০২৪ সালের ৫ জুন থেকেই আলোচ্য ভিডিওটি ইন্টারনেটে দেখতে পাওয়া যায়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জুন ভোলার মনপুরায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভিডিওটি এই উপজেলা নির্বাচনের সময়ে ধারণ করা কিনা তা আলাদাভাবে যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ।
সুতরাং ভোট কারচুপির পুরোনো ভিডিও শেয়ার করে এবারের ডাকসু নির্বাচনের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।