সময় টিভির ফটোকার্ডকে এডিট করে মেসিকে নিয়ে ভুয়া তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, সময় টিভির একটি ফটোকার্ডকে এডিট করে লিওনেল মেসির নাম ও ছবি বসিয়ে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগোসহ একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, গভীর রাতে পর্নো তারকাকে মেসেজ করেছিলেন লিওনেল মেসি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৪ এপ্রিল 'মায়া Maya 10.' নামের একটি ফেসবুক পেজ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগোসহ একটি ফটোকার্ড শেয়ার করে লেখা হয়, "ধন্যবাদ সময় টিভিকে সত্যটা আমাদের মধ্যে প্রকাশ করার জন্য"। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, গভীর রাতে পর্নো তারকাকে মেসেজ করেছিলেন লিওনেল মেসি। উক্ত ফটোকার্ডে সময় টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ ২০ এপ্রিল লেখা থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি এডিটেড। বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভির প্রচারিত একটি ফটোকার্ডকে এডিট করে নন্দিত ফুটবলার লিওনেল মেসির নাম ও ছবি বসিয়ে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সময় টিভির পক্ষ থেকেও আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে বুম বাংলাদেশকে জানানো হয়েছে।
আলোচ্য ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে ফটোকার্ডের নিচে '২০ এপ্রিল ২০২৪' লেখা থাকতে দেখা যায়। এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে সময় টেলিভিশনের ফেসবুক পেজে গত ২০ এপ্রিল পোস্ট করা একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটির সাথে আলোচ্য ফটোকার্ডের কিছুটা মিল রয়েছে। তবে সময় টিভির ফেসবুক পেজে প্রাপ্ত ফটোকার্ডটিতে বলা হয়েছে, "গভীর রাতে পর্নো তারকাকে মেসেজ করেছিলেন চেলসির ফুটবলার!" এছাড়া আলোচ্য পোস্টে থাকা লিওনেল মেসির ছবির স্থানে চেলসির ইংলিশ ফুটবলার বেন চিলওয়েলের ছবি দেখতে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে, আলোচ্য ফেসবুক পোস্টের ফটোকার্ড (বামে) এবং সময় টিভির ফেসবুক পেজের অরিজিনাল ফটোকার্ডটি (ডানে) দেখুন পাশাপাশি--
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে সময় টেলিভিশনের অনলাইন ভার্সনে গত ২০ এপ্রিল "গভীর রাতে পর্নো তারকাকে মেসেজ করেছিলেন চেলসির ফুটবলার!" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ইংলিশ ফুটবলার বেন চিলওয়েল একজন পর্নো তারকাকে মেসেজ করেছিলেন বলে দাবি করেছেন সেই পর্নো তারকা। স্ক্রিনশট দেখুন--
এদিকে, আলোচ্য ফটোকার্ডটির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সময় টিভির অনলাইনের সম্পাদক মাহফুজুর রহমান বুম বাংলাদেশকে জানান, তাদের একটি ফটোকার্ডকে বিকৃত করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি এডিটেড।
সুতরাং বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভির একটি ফটোকার্ডকে এডিট করে নন্দিত ফুটবলার লিওনেল মেসির নাম ও ছবি বসিয়ে বিভ্রান্তিকর তথ্য সহ ফেসবুকে প্রচার করা হচ্ছে।