
না, ছবিটি ম্যাক্রো লেন্সে তোলা মানুষের চোখের ছবি নয়
বুম বাংলাদেশ দেখেছে, এটি ইউজিন ফিলিমনভ এবং রোমান লভিগিন নামে দুইজন গ্রাফিক আর্টিস্টের ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তৈরি ছবি।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটু ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখের ছবি এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১১ জুন 'ɪ ʟᴏᴠᴇ ɪsʟᴀᴍ' নামের ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখ" পোস্টের স্ক্রিনশট দেখুন--
পোস্টটি দেখুন এখানে
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। মূলত আর্টিস্টের ডিজিটাল প্রযুক্তির সাহায্যে তৈরি ছবি এটি।
রিভার্স সার্চ করার পর, 'efilimonov_painter' নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটি দেখুন--
ইন্সটাগ্রামে ছবিটির সাথে 'Artstation.com' নামে একটি ওয়েবসাইটের লিংক যুক্ত করা আছে। ওয়েবসাইটে প্রবেশ করলে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবির সাথে যুক্ত বিবরণে বলা হয়েছে, Eugene Filimonov নামে ঐ শিল্পী Roman Lovygin-এর যৌথভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ছবিটি তৈরি করেছেন। স্ক্রিনশট দেখুন--
ছবিটি দেখুন এখানে
এই সূত্র ধরে সার্চ করার পর, ইউজিন ফিলিমনভ এর ব্যক্তিগত ওয়েবসাইটেও ছবিটি খুঁজে পাওয়া গেছে। বিবরণে বলা হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে নির্মিত ছবিটি "Realistic Eye" নামে একটি প্রজেক্টের অংশ, যেখানে রোমান লভিগিন নামে আরেকজন গ্রাফিক আর্টিস্ট তাকে সাহায্য করেছেন। ওয়েবসাইটে ছবিটি তৈরীর কিছু প্রক্রিয়াও তুলে ধরা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
লিংক দেখুন এখানে
অর্থাৎ ছবিটি বাস্তব নয় বরং আর্টিস্ট কর্তৃক ডিজিটালি তৈরি কৃত্রিম চিত্রকর্ম।
সুতরাং ডিজিটাল পদ্ধতিতে তৈরী ছবিকে ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখের ছবি দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।
Claim : ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখ
Claimed By : Facebook Post
Fact Check : Misleading
Next Story