জুলাই আন্দোলনকালের ভিন্ন ভিডিওকে ঢাবির সাম্প্রতিক বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪-এর ছাত্র আন্দোলন চলাকালে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিডিওটি ধারণ করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশি অভিযান চলাকালে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৭ আগস্ট 'সবুজের বুকে লাল' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে বিপুল পরিমাণ থানা লু*টের অ*স্ত্র ও দেশিও অ*স্ত্র পাওয়ার দাবী পুলিশের.. অভিযান চলছে..."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ২০২৪ সালের ছাত্র আন্দোলন চলাকালে বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে পুলিশ। ওই ঘটনায় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়েছে।
ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভেরিফায়েড ফেসবুক পেজ 'BNP Media Cell'-এ ২০২৪ সালের ১৬ জুলাই করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে বলা হয়, "রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের তাণ্ডব। মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪।" ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও, বিএনপির ভেরিফায়েড আরেকটি ফেসবুক পেজসহ আরো একাধিক ফেসবুক পেজেও একই তথ্যসহ আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ধারণকৃত নয়। ২০২৪ সালের ১৬ জুলাই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।
সুতরাং ২০২৪ সালের ছাত্র আন্দোলন চলাকালে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশি হামলার ভিডিওকে সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।