ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে হাসিনার সাক্ষাৎ দাবিতে ভিন্ন ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০২৩ সালের ভারতের তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্ট প্রাঙ্গণের দৃশ্যের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে নিরাপত্তাযুক্ত গাড়িবহরের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ভারতের দিল্লিতে অবস্থিত হায়দারাবাদ হাউজে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার সাক্ষাতকার ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৯ অক্টোবর ‘Mosaddeque Janies’ নামক একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ভারতে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টিমারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে দিল্লি হায়দরাবাদ হাউজে পৌছেছেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি ভারতের দিল্লি হায়দারাবাদ হাউজে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার সাক্ষাতকার নয় বরং এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির নিরাপত্তাযুক্ত গাড়িবহরের দৃশ্য।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “Chief justice Ujjal Bhuyan || High Security Convoy || the state of Telangana” শিরোনামে ‘Telangana OfficialPR’ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ২০২৩ সালের ২ আগস্ট প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত দাবিতে ভাইরাল ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, তেলেঙ্গানা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শ্রী উজ্জ্বল ভূঁইয়ার উচ্চ নিরাপত্তাযুক্ত গাড়িবহরের দৃশ্য। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড সার্চ করে “Chief Justice Sri Ujjal Bhuyan High Security Convoy” শিরোনামে ‘ABHI's MOTIVATION’ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ২০২৩ সালের ২৮ জানুয়ারি প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে প্রচারিত দাবিতে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, তেলেঙ্গানা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি শ্রী উজ্জ্বল ভূঁইয়ার উচ্চ নিরাপত্তাযুক্ত গাড়িবহরের দৃশ্য। ভিডিওটি দেখুন--
 
এছাড়া, গুগল ম্যাপে প্রচারিত ভিডিওটির স্থানের সঙ্গে তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের মিল পাওয়া যায়।
অর্থাৎ ভাইরাল ভিডিওটি দিল্লি হায়দারাবাদ হাউজে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে শেখ হাসিনার সাক্ষাতকারের নয় বরং এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির নিরাপত্তাযুক্ত গাড়িবহরের দৃশ্য।
সুতরাং ভারতের তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টে নিরাপত্তাযুক্ত গাড়িবহরের ভিডিও দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে হাসিনার সাক্ষাৎ দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




