BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ছবিটি শোক দিবসে ধানমন্ডি বত্রিশে...
ফেক নিউজ

ছবিটি শোক দিবসে ধানমন্ডি বত্রিশে যাওয়ার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের এক বৃদ্ধা দেশটির কোলকাতায় ধর্ষণবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের সময় ছবিটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva |
Published -  22 Aug 2024 12:54 PM IST
  • ছবিটি শোক দিবসে ধানমন্ডি বত্রিশে যাওয়ার নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একজন বৃদ্ধার ছবি পোস্ট করে বলা হচ্ছে, ১৫ আগস্টের শোক দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশে উপস্থিত হয়েছিলেন বৃদ্ধা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ১৬ আগস্ট 'জয় বাংলা ৯৯' নামের একটি ফেসবুক গ্রুপে 'Salahuddin Saamir' নামের একটি একাউন্ট থেকে একজন বৃদ্ধার ছবি পোস্ট করে বলা হয়, "উদ্দেশ্য ধানমন্ডি ৩২ ♥️ শতবর্ষী মা! স্যালুট আপনাকে মা। মহান সৃষ্টিকর্তা আপনাকে সুস্থ রাখুক আরও শত বছর হায়াত দিক। #ধানমণ্ডি বত্রিশের উদ্দেশ্যে রওয়ানা 🖤"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবিতে দেখানো বৃদ্ধার নাম মায়া রানী চক্রবর্তী, তিনি সম্প্রতি ভারতের চিকিৎসক মৌমিতা দেবনাথ ধর্ষণের প্রতিবাদে কলকাতায় অনুষ্ঠিত 'রাতদখল' কর্মসূচিতে উপস্থিত হন। কর্মসূচিতে অংশগ্রহণকালে তার এই ছবিটি ধারণ করা হয়।

    আলোচ্য ছবিটির ব্যাপারে জানতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে গত ১৭ আগস্ট "It broke something inside me: 90-yr-old on why she joined protest, marched 3 km" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য পোস্টের দুটি ছবির একটি হুবহু পাওয়া যায়। আর আলোচ্য পোস্টের অপর ছবিটি দেখেই নিশ্চিত হওয়া যায় সেটিও একই ব্যক্তির। প্রতিবেদনটিতে বলা হয়, ৯০ বছর বয়সী মায়া রানী চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গের জোকা এলাকা থেকে চিকিৎসক মৌমিতা দেবনাথ ধর্ষণের প্রতিবাদে অনুষ্ঠিত "Reclaim The Night" কর্মসূচিতে এসেছেন। অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও নিজের আবাসস্থল থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে কর্মসূচিস্থলে উপস্থিত হন তিনি। মূলত, মৌমিতাকে ধর্ষণ ও পরে ঘাতকদের নৃশংসতায় অত্যন্ত মর্মাহত হয়ে তিনি ওই কর্মসূচিতে উপস্থিত হন। উল্লেখ্য গত ৯ আগস্ট পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। স্ক্রিনশট দেখুন--



    এছাড়া ভারতেরই গণমাধ্যম ফেমিনিসজম ইন ইন্ডিয়া এবং রোমিং এক্সপ্রেসেও একই দাবিসহ আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়।

    অর্থাৎ আলোচ্য পোস্টের তথ্যটি সঠিক নয়। ছবিতে দেখানো বৃদ্ধা গত ১৫ আগস্ট আওয়ামীলীগের শোক দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডি বত্রিশের উদ্দেশ্যে যাননি। বরং ভারতের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশটির কোলকাতায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেয়ার সময় এই বৃদ্ধার ছবিটি ধারণ করা হয়।

    সুতরাং ভারতীয় এক বৃদ্ধার দেশটির ভিন্ন এক কর্মসূচিতে অংশগ্রহণের ছবিকে বাংলাদেশে ১৫ আগস্ট আওয়ামীলীগের শোক দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডিতে যাওয়ার দৃশ্য বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Fake NewsFake PhotoFake informationDhanmondi 32Dhanmondi womanDhanmondi 32 woman
    Read Full Article
    Claim :   শোক দিবসে ধানমন্ডি বত্রিশে যাওয়া শতবর্ষী মা।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!