BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • পুরোনো ছবিকে আল আকসায় সাম্প্রতিক...
ফেক নিউজ

পুরোনো ছবিকে আল আকসায় সাম্প্রতিক হামলার ছবি বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, জেরুজালেমে আল আকসায় হামলার পুরোনো ছবিকে সাম্প্রতিক হামলার ঘটনার সাথে জুড়ে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva |
Published -  16 April 2023 8:32 PM IST
  • পুরোনো ছবিকে আল আকসায় সাম্প্রতিক হামলার ছবি বলে প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি এই মাসে জেরুজালেম নগরীর আল-আকসা মসজিদে ঘটা হামলার সময়ে ধারণ করা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ১০ এপ্রিল 'Md Ahmed Amini' নামে একটি ফেসবুক আইডি থেকে কয়েকটি ছবি পোস্ট করে বলা হয়, "আহ্😭😭 ভালো নেই আমাদের প্রথম কেবলা আল আকসা😭 আমরা লজ্জিত কিছুই করতে পারছিনা আমরা😭 আমরাতো বর্তমানে সেহরি এবং ইফতার করাকে ইসলাম মনে করি, অথচ একের পর এক, ইসলাম বিদ্বেষী চক্র ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, হে আল্লাহ রহম করো 🤲"। ফেসবুক পোস্টটি দেখুন--


    আলোচ্য পোস্টে থাকা একটি ছবি দেখুন আলাদাভাবে--


    অর্থ্যাৎ, আলোচ্য পোস্টে উক্ত ছবিটিকেও সম্প্রতি আল আকসা মসজিদে হামলার সময়ে ধারণ করা বলে দাবি করা হচ্ছে।

    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জেরুজালেম নগরীতে অবস্থিত আল আকসা মসজিদে হামলার ঘটনায় তোলা ছবিটি সাম্প্রতিক নয় বরং ছবিটি এক বছর আগে ২০২২ সালের এপ্রিল মাসে আল আকসা মসজিদে হামলার সময় ধারণ করা হয়।

    কি-ওয়ার্ড সার্চ করে মিডল ইস্ট আইয়ের ওয়েবসাইটে ২০২২ সালের ১৫ এপ্রিল 'Israeli forces beat and detain Palestinians in al-Aqsa prayer hall-Images of Palestinian youths tied up and forced to lie face down on the floor cause uproar' শিরোনামে একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির ভিন্ন দিক থেকে তোলা একটি ভার্সন খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--


    উক্ত প্রতিবেদনের সাথে যুক্ত করা টুইটার পোস্টে ঘটনার দিনের একটি ভিডিও সংযোজন করা হয়েছে। মোহাম্মদ আল কুর্দ নামের ওই আইডি থেকে পোস্ট করা ভিডিওটি এবং এর ক্যাপশন থেকে জানা যায়, আল আকসা মসজিদের ভিতরে ইসরায়েলি সেনারা প্রবেশ করে এবং সেখানে প্রার্থনারত ব্যক্তিদের হাত বেঁধে মেঝেতে শুইয়ে রাখে। টুইটার পোস্টটি দেখুন--

    Unbelievable. Israeli soldiers continue assaulting worshippers inside Al-Aqsa mosque, after they have tied their hands and forced them to the ground. Zionism is a death cult. pic.twitter.com/Hm2CfW4417

    — Mohammed El-Kurd (@m7mdkurd) April 15, 2022

    আরো সার্চ করে '24newshd' নামে পাকিস্তানভিত্তিক একটি অনলাইন পোর্টালে ২০২২ সালের ২৯ এপ্রিল '42 injured in clashes at Al-Aqsa mosque' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি হুবহু খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকেও জানা যায়, আল আকসা মসজিদের ভিতরে ইসরায়েলি পুলিশ এবং ফিলিস্তিনিদের মধ্যে এক সংঘর্ষে ৪২ জন আহত হয়। এছাড়াও, ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, আল আকসা মসজিদে প্রার্থনারত মুসলিমদেরকে হাত বেঁধে মসজিদের মেঝেতে শুইয়ে রাখা হয়। স্ক্রিনশট দেখুন--


    অর্থ্যাৎ, আলোচ্য ছবিটি ২০২২ সালের আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের হামলার সময়ে ধারণ করা হয়। তবে আলোচ্য পোস্টে থাকা অন্যান্য ছবিগুলো আলাদাভাবে যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ।

    উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখে আবার আল-আকসা মসজিদে হামলা চালায় ইসরায়েলি সেনারা।

    সুতরাং ২০২২ সালে আল আকসা মসজিদের মুসল্লিদের উপরে ইসরায়েলি পুলিশ বাহিনীর হামলার একটি ছবিকে সাম্প্রতিক হামলার ছবি দাবি করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    False Claim
    Read Full Article
    Claim :   ভালো নেই আমাদের প্রথম কেবলা আল আকসা। (আল-আকসায় হামলার ছবি)
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!