যুবশক্তির মশাল মিছিলের ভিডিও দিয়ে ছাত্রলীগের মশাল দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, মশাল মিছিলে ভিডিওটি ছাত্রলীগের নয়; এটি সীমান্ত হত্যার প্রতিবাদে জাতীয় যুবশক্তির কর্মসূচীর ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে মশাল মিছিলের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটি শাহবাগে অনুষ্ঠিত ছাত্রলীগের মশাল মিছিলের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ১১ ডিসেম্বর ‘বাংলাদেশ আওয়ামিলীগ’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “শাহবাগে ছাত্রলীগের বিশাল ম/শা/ল মিছিল।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি ছাত্রলীগের কোনো কর্মসূচীর নয়। বরং এটি বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির মশাল মিছিলের ভিডিও।
ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে জাতীয় দৈনিক ‘যায় যায় দিন’ পত্রিকার অফিশিয়াল ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ৩ ডিসেম্বর প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, দিল্লির বিরুদ্ধে সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে যুব শক্তির মশাল মিছিল। ভিডিওটি দেখুন--
পরবর্তীতে কি ওয়ার্ড সার্চ করে ‘জাতীয় যুবশক্তি’র অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ৩ ডিসেম্বর প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে বেধড়ক পিটিয়ে হত্যার প্রতিবাদে জাতীয় যুবশক্তির মশাল মিছিল। উপস্থিত আছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সহ ঢাকা মহানগর যুবশক্তির নেতৃবৃন্দ। ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি ছাত্রলীগের কোনো কর্মসূচীর নয়; বরং এটি জাতীয় যুবশক্তির মশাল মিছিলের ভিডিও।
সুতরাং যুবশক্তির মশাল মিছিলের ভিডিও দিয়ে ছাত্রলীগের কর্মসূচী দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




