জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি'র নাতি চরিত্র 'নিপু' মারা যাননি
মূলধারার গণমাধ্যম ও ফেসবুকে নিপু'র সরাসরি লাইভ সুত্রে জানা যায়, তিনি সুস্থ আছেন ও তাঁর মৃত্যুর খবর ভুয়া।
জনপ্রিয় ম্যাগাজিক অনুষ্ঠান ইত্যাদি'তে 'নাতি' চরিত্রে অভিনয়কারী শওকত আলী তালুকদার নিপু মারা গেছেন বলে ফেসবুকে একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।দেখুন বেশ কিছু লিংক এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
আজ 'রাউজান প্রতিদিন (Raozan Protidin)' নামক ফেসবুক গ্রুপে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, 'ইত্যাদি'র নানীর নাতি আর নেই'। খবরটির বিস্তারিত অংশে বলা হয়, বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র বিখ্যাত অভিনেতা শওকত আলী তালুকদার নিপু মারা গেছেন। দেখুন পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশ দেখুন--
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অভিনেতা শওকত নিপু ওরফে নাতি'র মারা যাওয়ার খবরটি ভিত্তিহীন। একাধিক মূলধারার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী তিনি জীবিত আছেন। আজ ১২ জুন বিডিনিউজ২৪ ও প্রকাশিত 'বেঁচে আছি: ইত্যাদির 'নাতি' নিপু' শিরোনামের এক খবরে জানা যায়, অভিনেতা শওকত নিপু সুস্থ্য আছেন। দেখুন-
এছাড়া সমকালে প্রকাশিত খবরেও জানানো হয়, নিপুর মারা যাওয়ার খবরটি সত্য নয়।
জাগোনিউজ২৪ এর আরেক প্রতিবেদনে বলা হয়, মূলত ভিন্ন এক কৌতুক অভিনেতা মুস্তাফিজের মৃত্যুর খবরকে সামাজিক মাধ্যমে ভুলভাবে প্রচার করা হচ্ছিল। দেখুন সেই প্রতিবেদনটি-
তাছাড়া ইত্যাদি অনুষ্ঠানখ্যাত এই অভিনেতা লাইভে এসেও তার মৃত্যুর খবরটিকে গুজব বলে নিশ্চিত করেছেন।
দেখুন সেই লাইভটি এখানে।
অর্থাৎ 'ইত্যাদি'র নাতি চরিত্র শওকত আলী তালুকদার নিপু'র মারা যাওয়ার খবরটি ভিত্তিহীন ও ভুয়া।