BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • আয়াতুুল্লাহ আলী খোমেনিকে নিয়ে...
ফেক নিউজ

আয়াতুুল্লাহ আলী খোমেনিকে নিয়ে প্রচ্ছদ করেনি ফোর্বস ম্যাগাজিন

বুম বাংলাদেশ দেখেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ছবি দিয়ে ফোর্বস ম্যাগাজিনের আদলে নকল প্রচ্ছদ বানিয়ে প্রচার করা হচ্ছে।

By - Mamun Abdullah |
Published -  30 April 2024 1:59 AM IST
  • আয়াতুুল্লাহ আলী খোমেনিকে নিয়ে প্রচ্ছদ করেনি ফোর্বস ম্যাগাজিন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির ছবিযুক্ত বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদ সদৃশ একটি গ্রাফিককার্ড পোস্ট করা হচ্ছে। ওই গ্রাফিককার্ডে লেখা রয়েছে খোমেনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

    গত ১৮ এপ্রিল 'Mizanur Rahman' নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "বিশ্বের আর কোনো দেশ নেই ইরানের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এত বড় হামলা চালিয়েছে। ঘটনাটি “ইসরায়েলের চেয়েও বড়।" সূত্র- চ্যানেল ১৩ আয়াতুল্লাহ আলী খামেনি ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে "বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ" ক্যাপশনসহ প্রচ্ছদ হয়েছে।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি প্রকৃতপক্ষে ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদের নয় বরং ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির ছবি দিয়ে বানানো হয়েছে। এছাড়া, ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে স্থান দেয়নি বরং এই তালিকায় তার স্থান ১৭তম।

    আলোচ্য পোস্টের গ্রাফিককার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর ওপরে ১৫ এপ্রিল ২০২৪ তারিখ উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে খোমেনির ছবি দিয়ে লেখা থাকতে দেখা যায়, "The most powerful man". এবং "No hospitals No schools, Only Military bases were targeted by Iranian Attack."

    তবে কি-ওয়ার্ড সার্চ করে ফোর্বসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। যেখানে এমন কোনো প্রচ্ছদ বা গ্রাফিককার্ড খুঁজে পাওয়া যায়নি। পরে ফোর্বসের ওয়েবসাইটে গিয়েও এমন কোনো প্রচ্ছদ বা গ্রাফিককার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে ম্যাগাজিনের এপ্রিল/মে, ২০২৪ সংখ্যায় আমেরিকান ব্যবসায়ী টোড বোহেলির ছবি যুক্ত করা হয়েছে।

    ফোর্বস ম্যাগাজিনের এপ্রিল/মে, ২০২৪ সংখ্যা এর প্রচ্ছদ (বামে) এবং ১৫ এপ্রিল দাবিতে প্রচারিত আলোচ্য পোস্টের ফোর্বসের প্রচ্ছদের ছবিটির (ডানে) মধ্যে পার্থক্য দেখুন পাশাপাশি--


    এদিকে, ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইটে গিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে আজ পর্যন্ত প্রকাশিত বেশকিছু সংখ্যার প্রচ্ছদ খুঁজে পাওয়া যায়। এসব প্রচ্ছদগুলোর মধ্যে খোমেনির ছবি দিয়ে তৈরি কোনো প্রচ্ছদ খুঁজে পাওয়া যায়নি।

    এছাড়াও আলোচ্য পোস্টের প্রচ্ছদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির তালিকায় শীর্ষে দাবি করা হলেও ফোর্বস ম্যাগাজিনে ২০১৮ সালের র‌্যাংকিংয়ে তার স্থান ১৭তম।

    কি-ওয়ার্ড সার্চ করে "Forbes didn't put Iran Ayatollah Ali Khamenei on its cover. Image is fabricated" শিরোনামে USA TODAY এর ওয়েবসাইটে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, আয়াতুল্লাহ আলী খোমেনির ছবি দিয়ে তৈরি ফোর্বস ম্যাগাজিনের আলোচ্য প্রচ্ছদটি বানোয়াট। আর ২০১৮ সালের পর থেকে ফোর্বস ম্যাগাজিন শক্তিশালী ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেনি। ওইসময় প্রকাশিত ব্যক্তিদের মধ্যে আয়াতুল্লাহ আলী খোমেনির স্থান ছিল ১৭তম। এছাড়াও খোমেনির ছবি দিয়ে কখনোই প্রচ্ছদ তৈরি করেনি ফোর্বস।

    অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির ছবি যুক্ত ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদটি প্রকৃত নয় বরং বানোয়াট ও ভিত্তিহীন।

    সুতরাং ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা দাবিতে ফোর্বস ম্যাগাজিনের যে প্রচ্ছদের ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে তা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   আয়াতুল্লাহ আলী খামেনি ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে \"বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ\"
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!