BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ছবিগুলো চারন্য নামের এক ভারতীয়...
ফেক নিউজ

ছবিগুলো চারন্য নামের এক ভারতীয় শিশুর, বাংলাদেশি দাবি করা বিভ্রান্তিকর

বুম বাংলাদেশ দেখেছে, ভারতীয় শিশু চারণ্যের ছবিকে বাংলাদেশি মরিয়ম দাবি করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণামূলক।

By - Ameer Shakir |
Published -  10 April 2022 12:10 AM IST
  • ছবিগুলো চারন্য নামের এক ভারতীয় শিশুর, বাংলাদেশি দাবি করা বিভ্রান্তিকর

    সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি অসুস্থ শিশুর একাধিক ছবি দিয়ে দাবি করা হচ্ছে, ছবিগুলো বাংলাদেশের মানিকগঞ্জের মরিয়ম নামের এক শিশুর। পাশাপাশি শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

    গত ৫ এপ্রিল 'Colors Lover' নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট করে বলা হয় শিশুটির পিতার নাম মোশিয়ার ইসলাম, যার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি গ্রামে। ওই পোস্টে শিশুটির অসুস্থতার মানবিক বর্ণনা দিয়ে তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়। সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, রকেট ও নগদের হিসেব খোলা এমন একটি নম্বরও যুক্ত করা হয়। স্ক্রিনশটে দেখুন বিস্তারিত--


    পোস্টের ছবিগুলো দেখুন আলাদাভাবে--


    উক্ত পোস্টটি ৩৮ হাজারের চেয়েও বেশি বার শেয়ার হয়েছে। এছাড়া একই ছবিসহ ভিন্ন কিছু পোস্টে মরিয়মের পিতার নাম হাসেম মোল্লা উল্লেখ করে ঠিকানা হিসেবে লেখা হয় মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া ইউনিয়নের টেপড়া গ্রাম। পাশাপাশি সাহায্য পাঠানোর জন্য ভিন্ন একটি মোবাইল নম্বর যুক্ত করা হয়। এরকম একটি পোস্টের স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল পোস্টে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ছবিগুলো বাংলাদেশের মরিয়ম নামের কোনো শিশুর নয় বরং এগুলো ভারতের চারণ্য নামের এক অসুস্থ শিশুর।

    রিভার্স ইমেজ সার্চ করে ছবিগুলো ভারতের দুস্থ অসহায় মানুষের জন্য অর্থ সাহায্য উত্তোলনকারী সংস্থা 'ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম' 'Impact Guru' এর ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া গেছে। যা গত ২২শে জানুয়ারী পোস্ট করা হয়। দেখুন--

    এর আগে গত বছরের ১৯শে নভেম্বর শিশুটিকে নিয়ে প্রথম একটি ভিডিও পোস্ট করা হয় 'Impact Guru' এর ভেরিফায়েড ফেসবুক পেজে। দেখুন--

    আরো সার্চ করে ছবিগুলো প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও পাওয়া গেছে। যেখানে মেডিকেল ডকুমেন্ট উল্লেখ করে শিশুটির বেশ কিছু ছবি ও ভিডিও আপলোড করা হয়। মেডিকেল ডকুমেন্টের তথ্য অনুযায়ী, সিদ্ধেশবরাপ্পা ও পল্লবী দম্পতির কন্যা শিশু চারণ্য কয়েকটি জটিল রোগে আক্রান্ত এবং ইনফেকশন জনিত কারণে তার জীবন এখন হুমকির মুখে পড়ে গেছে। বোন ম্যারো প্রতিস্থাপন ও ক্যামোথেরাপি সহ বেশ কয়েকটি ধাপে তার চিকিৎসার জন্য ২০ থেকে ২২ লাখ টাকা প্রয়োজন। শিশুটি ব্যাঙ্গালুরের হেবাল এলাকার অস্টার সিএমআই হসপিটালে ভর্তি আছে। দেখুন মেডিকেল ডকুমেন্টটি--

    ওয়েবসাইটের লিংকটি দেখুন এখানে।

    এছাড়া, প্রতিষ্ঠানটির টুইটার একাউন্টেও শিশু চারণ্যকে নিয়ে গত ৪ এপ্রিল পোস্ট করতে দেখা গেছে। দেখুন--

    A farmer's only child is fighting a rare, life-threatening disease. Her days are numbered if you don't contribute to save her life! Will you support a father in raising lakhs for his daughter's Bone Marrow Transplant?

    Donate now: https://t.co/wgf1fEpkP6 #Fundraising #Share pic.twitter.com/KJSbcp9pxW

    — Impact Guru (@ImpactGuru) April 4, 2022

    অর্থাৎ ভারতীয় শিশু চারণ্যের ছবিকে বিভ্রান্তিকরভাবে বাংলাদেশের মরিয়ম বলে দাবি করা হচ্ছে।

    এদিকে ভাইরাল পোস্টে সাহায্য চেয়ে দেয়া মোবাইল নম্বরে কল দিয়ে বুম বাংলাদেশ নম্বরগুলো বন্ধ পেয়েছে।

    সুতরাং ভারতের এক শিশুর ছবি দিয়ে বাংলাদেশের শিশু দাবি করে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।

    Tags

    Misleading
    Read Full Article
    Claim :   এই ছোট বাচ্চাটির নাম মরিয়ম
    Claimed By :  Facebook Post
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!