দলীয় কার্যক্রম নিয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এআই তৈরি ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি বাস্তব কোনো বক্তব্যের দৃশ্যের নয় বরং এআই প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আ'লীগের দলীয় কার্যক্রম নতুন করে সাজানো নিয়ে কথা বলছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৫ই সেপ্টেম্বর 'মোঃ তাজুল ইসলাম তাজুল’ নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয় "শেখ হাসিনার মেয়ে পুতুল দল নিয়ে কথা বললেন, কর্মীদের কাছে থেকে নিতে চাইলেন পরামর্শ। ঐদিকে তারেক জিয়া এদিকে পুতুল, জমে উঠেছে খেলা? জয় বাংলা জয় বঙ্গবন্ধু? ..." পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি সায়মা ওয়াজেদ পুতুলের বাস্তবে দেওয়া কোনো বক্তব্যের নয় বরং এআই প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচ্য দাবিটি নিয়ে সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চ করে ইউটিউবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের চ্যানেলে ২০২৪ সালের ২১ নভেম্বর "Regional Director Saima Wazed’s remarks at Regional Commemoration of #WorldDiabetes Day 2024" শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওটিতে সায়মা ওয়াজেদ পুতুলের পোষাক, দৃশ্যপট সহ আনুসাঙ্গিক সব দৃশ্যের সাথে ফেসবুকে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। ফেসবুকে প্রচারিত ভিডিওটির স্থিরচিত্র (বামে) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউটিউবে পাওয়া ভিডিওটির স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি মিল দেখুন--
ভিডিওতে বাস্তব এমন দৃশ্যের অডিওর তুলনায় ভিডিওটিতে কথা বলার সাউন্ড কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। সাধারণত গুগলের ভিও-৩ মডেল ব্যবহার করে তৈরি করা এআই ভিডিওতে অডিওর এমন উচ্চতর আউটপুট শোনা যায়।
গুগল 'Veo' হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন, ইমেজ-টু-ভিডিও জেনারেশন এবং সর্বশেষ সংস্করণ, ভিও-৩ ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।
এছাড়াও গুগলের জেনারেটিভ টুল তাদের কন্টেন্টে 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা শোনা যায় না বা খালি চোখে শনাক্ত করা যায়না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলে টুলটি আলোচ্য ভিডিওর অডিওকে 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে। দেখুন--
অডিওতে 'SynthID' শনাক্ত করলেও টুলটি ভিডিওতে 'SynthID' শনাক্ত করতে পারেনি। সাধারণত একটি ভিও-জেনারেটেড ভিডিওর কোয়ালিটি বিভিন্ন কারণে স্বাভাবিকের তুলনায় কম হয়ে গেলে কিংবা সম্পাদনার কারণে কম্প্রেস হলে অনেক ক্ষেত্রেই 'SynthID' শনাক্ত করা কঠিন হয়ে যায় কিংবা শনাক্ত হয়না।
পরবর্তীতে আরেক এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকরণ টুল 'DeepFake-o-meter'-এর মাধ্যমে যাচাই করলেও টুলটির চারটি আলাদা ডিটেকশন মেথড ভিডিওটিকে অধিকতর সম্ভাব্য এআই দ্বারা তৈরি বলে ফলাফল দিয়েছে। অবশ্য আরো কিছু মেথডে ভিন্ন ভিন্ন কিছু ফলাফলও দেখিয়েছে। চারটি আলাদা ডিটেকশন মেথডের ফলাফল দেখুন--
অর্থাৎ ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি।
সুতরাং সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি একটি ভিডিওকে বাস্তবে দেওয়া বক্তব্যের বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।