গৃহপরিচারিকা ফাতেমার খালেদা জিয়ার কবর জিয়ারত করার ছবিটি এআই দিয়ে তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, ফাতেমার খালেদা জিয়ার কবর জিয়ারতের এই ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জিয়ারত করার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, গৃহপরিচারিকা ফাতেমা বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১১ জানুয়ারি ‘MD Alomgir Sheikh’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “১৭ বছর বেগম খালেদা জিয়ার সেবা করেছে এই সেই ফাতেমা, বেগম জিয়ার কবর জিয়ারত করছেন।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ গৃহপরিচারিকা ফাতেমা বেগমের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার আলোচ্য ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পুরো কম্পোজিশনটি খুব নিখুঁতভাবে সিমেট্রিক। দুই পাশে কবর, ফুলের সাজ, এমনকি দাঁড়িয়ে থাকা মানুষের সারিও প্রায় আয়নার মতো মিলছে। মানুষের মুখ, কাঠামো আর ফুলে আলো পড়ার ধরনে সামান্য অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়। ফুলের রঙ, কাপড়ের ভাঁজ, স্থাপনার লাইনে বাস্তবের তুলনায় একটু বেশি স্মুথ ও নিখুঁত দেখা যাচ্ছে। পেছনে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের মুখে আবেগের বৈচিত্র্য কম, একধরনের ‘ফ্রোজেন এক্সপ্রেশন’ দেখা যায়।
আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইট ইন্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে গৃহপরিচারিকা ফাতেমা বেগমের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




